বাংলাদেশে পাচারকালে সোনামুড়ায় বিস্তর গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ নেশা বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ৷  বাংলাদেশে গাঁজা পাচারের জন্য গাড়িতে বোঝাই করার সময় ২০০ কেজি শুকনো গাঁজা সহ ধলিয়াই এলাকায় গাড়িটি আটক করেছে পুলিশ৷

সোনামুড়া সীমান্ত দিয়ে নেশা জাতীয় সামগ্রী বাংলাদেশে পাচার নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে৷  সোনামুড়া থানার পুলিশ সুনির্দিষ্ট  সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টা নাগাদ ধলিয়াই এলাকায় হানা দিয়ে গাড়ি বোঝাই  শুকনো গাঁজা উদ্ধার করেছে৷ উদ্ধার করা গাঁজার পরিমাণ ২০০ কেজি৷ পুলিশের আঁচ পেয়ে পাচারকারীরা পালিয়ে গেছে৷  গাড়ি সহ গাঁজা সোনামুড়া থানায় নিয়ে যাওয়া হয়েছে৷ বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই গাড়িতে গাঁজা বোঝাই করা হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে৷ এই সফল অভিযানে নেতৃত্ব দেন সোনামুড়া থানার ওসি অমল চক্রবর্তী, এসডিপিও সহ অন্যান্য পুলিশ অফিসাররা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *