কানপুর, ২১ নভেম্বর (হি.স.): কানপুরে ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫| এখনও পর্যন্ত ১২৩ জনকে শণাক্ত করা গিয়েছে| গুরুতর জখম বহু যাত্রী| বিভিন্ন হাসপাতালে তাঁদের চিকিত্সা চলছে| ইন্দোর-পাটনা রাজেন্দ্রনগর এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে|
ডিরেক্টর জেনারেল, উত্তরপ্রদেশ পুলিশ জাভেদ আহমেদ জানিয়েছেন, রেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৪৫ জনের মৃতু্য হয়েছে| মৃতদের মধ্যে ১২৩ জনকে শণাক্ত করা গিয়েছে| রবিবার ভোররাতে কানপুর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে পুখরায়াঁর লেভেল ক্রসিং পার হওয়ার মুহূর্তে দুর্ঘটনার কবলে পড়ে ইন্দোর-পাটনা রাজেন্দ্রনগর এক্সপ্রেস| দুর্ঘটনার পর ২৪ ঘন্টা কেটে গেলেও, সোমবার সকালেও উদ্ধারকাজ শেষ করা সম্ভব হয়নি|
সোমবার সকালে উদ্ধারকাজে যোগ দিয়েছেন প্রায় একশো সেনাকর্মী, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী| উদ্ধারকার্য শুরু হওয়ার পর বহু সময় কেটে গেলেও, এখনও খোঁজ নেই বহু যাত্রীর| নিখোঁজ যাত্রী রাজমণি তিওয়ারির দাদা রামানন্দ তিওয়ারি জানিয়েছেন, ‘এখনও ভাইয়ের খোঁজ পাইনি|’ ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, গত ৬ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা| বিশ্বের মধ্যে চতুর্থ ভয়াবহ|
2016-11-21