ইসলামাবাদ, ২১ নভেম্বর (হি.স.) : আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করার অভিযোগে কমপক্ষে ৪৩ জন ভারতীয় মত্স্যজীবীকে গ্রেফতার করল পাকিস্তান| পাকিস্তান প্রশাসনের তরফে জানানো হয়েছে, আরব সাগরে তাদের জলসীমানায় প্রবেশ করায় গ্রেফতার করা হয়েছে ওই মত্স্যজীবীদের| আইনি পদক্ষেপ নিতে ধৃতদের পাকিস্তানের আদালতে পেশ করা হবে| সিন্ধু প্রদেশের পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি প্রথমে তাঁদের গ্রেফতার করে| পরে ওই মত্স্যজীবীদের নিয়ে যাওয়া হয় করাচিতে| তাঁদের ডক থানার পুলিশের হাতে মামলা রুজুর জন্য তুলে দেওয়া হয়| তাঁদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট ও ফিসারিজ় অ্যাক্টে মামলা করা হয়েছে|
2016-11-21