বাপের বাড়ি থেকে ফেরা হলনা গৃহবধূর

accidentনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর৷৷ ধলাই জেলার কমলপুরে বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হয়েছেন এক মহিলা৷ শনিবার সকালে জি বি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে৷ মৃতার নাম পারুল দাস৷
কমলপুরে দারুকবাড়ি এলাকার গৃহবধূ পারুল দাসের বাপের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরা হল না৷ স্বামীর সঙ্গে শুক্রবার রাত বাপের বাড়ি থেকে নিজ বাড়িতে বাইকে করে ফিরছিলেন৷ স্বামী আশীষ কুমার দাস বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে স্ত্রী পারুণ বাইকে থেকে ছিটকে পড়ে যান৷ তাকে প্রথমে কমলপুর বিমল সিনহা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে থেকে আশঙ্কাজনক অবস্থায় জিবিতে স্থানান্তর করা হয়৷ জিবিতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে শনিবার সকালে৷ মৃতার দুই সন্তান রয়েছে৷ তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ কমলপুর থানার পুলিশ এই ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ মহিলার বাপের বাড়ি কমলপুর সুকল সংলগ্ণ এলাকায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *