নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ১৯ নভেম্বর৷৷ রান্না করতে গিয়ে গ্যাস চুলা থেকে আগুন লেগে প্রাণ হারালেন এক গৃহবধূ৷ মৃতার নাম অনামিতা চক্রবর্তী৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে কুমারঘাট থানার অধীন দুধপুর গ্রামে৷
ঘটনার বিবরণে জানা গিয়েছে, রাত পৌণ দশটা নাগাদ নিজ বাড়িতে রান্না ঘরে এলপিজি গ্যাসের চুলায় রান্না করছিলেন, তখন আচমকা তিনি অগ্ণিদগ্দ হন৷ তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে গিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় কুমারঘাট হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে কৈলাসহর হাসপাতালে ও পরে জি বি হাসপাতালে নিয়ে আসার পথে তাঁর মৃত্যু হয়েছে৷
2016-11-20