রায়পুর, ২০ নভেম্বর (হি.স.) : ছত্তিশগড়ে পুলিশ-মাওবাদী গুলির লড়াইয়ে নিহত পাঁচ সন্দেহভাজন । ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের নারায়ণপুরা জেলাতে। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে নারায়ণপুরাতে অভিযান চালায় পুলিশ। আর দু’পক্ষের মধ্যে প্রায় চারঘণ্টা ধরে গুলির লড়াই চলার পর মৃত্যু হয় পাঁচ মাওবাদীর । উদ্ধার হয়েছে বেশকিছু অস্ত্রসস্ত্রও ।
ওবাদী অপারেশন স্পেশাল ডিজি ডিএম আওয়াস্তি জানান, গোপন সূতে খবর পেয়ে নারায়ণপুরের বিচাতে আভিযান চালায় পুলিশবাহিনী। পুলিশ এলাকা ঘিরে ফেলেছে আঁচ করে ছ’জন মাওবাদীদের একটি দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পালটা গুলি চালায় পুলিশও। আর তাতেই ওই পাঁচজঙ্গির মৃত্যু হয়। মৃতদের কাছ থেকে বেশকিছু অস্ত্রসস্ত্রও উদ্ধার হয়েছে। এই অভিযানে আমাদের সাহায্য করেছে ভারত তিব্বত সীমান্ত পুলিশ(আইটিবিপি)।”
পুলিশ সূত্রে জানা গেছে, জঙ্গিদের থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ৩১৫ বোর ও ৩১২ বোরের রাইফেল ছাড়া রয়েছে অন্য অস্ত্রও। চলতি সপ্তাহেই দান্তেওয়াড়ায় ৬ মাওবাদীর মৃত্যুর পর এই ঘটনায় সাফল্যের নতুন পালক যোগ হল ছত্তিশগড় প্রশাসনের মুকুটে।-
2016-11-20