বাসের ধাক্কায় গুরুতর মহিলা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক

accidentনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ পথ দূর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক মহিলা৷ দূর্ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে শহরতলীর সিদ্ধিআশ্রম এলাকায়৷ জখম মহিলার নাম মীনা দাস৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, টিআর-০১-১৪৩৯ নম্বরের একটি যাত্রীবাহী বাস এই মহিলাকে ধাক্কা দেয়৷ তাতে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে যান৷ সঙ্গে সঙ্গেই স্থানীয় লোকজন ঐ মহিলাকে উদ্ধার করে হাপানীয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজে নিয়ে যায়৷ তার অবস্থা সংকটজনক বলে মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে৷ এই ব্যাপারে পুলিশ একটি দূর্ঘটনার মামলা নিয়েছে৷ বাসটি আটক করা হয়েছে৷ চালক অবশ্য দূর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে গা ঢাকা দিয়েছে৷ পুলিশ চালকের সন্ধ্যানে তল্লাসী শুরু করেছে৷ রাতে খবর লেখা পর্যন্ত পুলিশ চালককে ধরতে পারেনি৷
এদিকে, খয়েরপুর-আমতলী বাইপাস রোডে শুক্রবার বিকালে একটি দ্রুতগামী ট্রাক নাগীছড়ায় রেল সেতুর কাছে দূর্ঘটনাগ্রস্থ হয়েছে৷ সেতুর পিলারে ধাক্কা লেগে গাড়িটি উল্টে যায়৷
বাইপাস রোডে নাগীছড়ায় রেল সেতুর কাছে শুক্রবার বিকেলে একটি ট্রাক ভয়াবহ দূর্ঘটনার কবলে পড়ে৷ ট্রাকটির নম্বর টিআর-০১-ই-১৮৫২৷ ট্রাকটি খয়েরপুর থেকে আমতলীর দিকে বাইপাস রোড দিয়ে দ্রুতবেগে চলছিল৷ নাগীছড়ার রেল সেতুর কাছে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে৷ ট্রাকটি সেতুর পিলারের ধাক্কা দিয়ে উল্টে যায়৷ অবশ্য সেখানে কোন লোকজন না থাকায় প্রাণহানীর ঘটনা ঘটেনি৷ সৌভাগ্যবশত চালক ও সহচালক প্রাণে বেঁচে গেছে৷ স্থানীয় লোকজনরা জানিয়েছেন চালক ও সহচালক মদমত্ত অবস্থায় ছিল৷ সেই কারণেই দূর্ঘটনাটি ঘটেছে৷ খবর পেয়ে শ্রীনগর থানার পুলিশ ছুটে যায়৷ দূর্ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ৷ উল্লেখ্য বাইপাস রোডে খুব দ্রুতবেগে যানবাহন চলাচল করে৷ ফলে প্রায়ই দূর্ঘটনা ঘটে৷ যানবাহনের গতি নিয়ন্ত্রণে কঠোর কোন ব্যবস্থাও নেওয়া হচ্ছে না৷