নোট বাতিলের জেরে দ্বিতীয়বার সুপ্রিম কোর্টের সমালোচনার মুখে কেন্দ্র

aaaa1111SupremeCourtIndiaনয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.) : নোট বাতিলের জেরে দ্বিতীয়বার সুপ্রিম কোর্টের সমালোচনার মুখে কেন্দ্র| পরিস্থিতি পর‌্যবেক্ষণ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এইমুহূর্তে নোট বাতিলের জেরে দেশের পরিস্থিতি সঙ্কটজনক| শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টিএস ঠাকুর এক জনস্বার্থ মামলার রায়ে দিতে গিয়ে বলেন, হঠাত্ করে ৫০০ ও হাজারের নোট বাতিল করে দেশের আমজনতাকে মারাত্মক সমস্যায় ফেলে দিয়েছে কেন্দ্র| ৫০০ ও হাজারের নোট বাতিল করা হয়েছে, কিন্তু ১০০ টাকার নোট বাজার থেকে কোথায় গেল? আদালত কেন্দ্রের কাছে আরও জানতে যায় এটিএমগুলোতে টাকা রাখার জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ কেন আগাম নেওয়া হয়নি| কেন ড্রয়ারগুলোতে শুধু ১০০ টাকার নোট রাখার ব্যবস্থা রয়েছে|
আদালতের প্রশ্নের জবাবে কেন্দ্রের তরফের আইনজীবী বলেন, শুধুমাত্র ছাপানোর সমস্যা নয়, এত পরিমাণ টাকা সারা দেশের কয়েক লক্ষ ব্যাঙ্কের শাখায় পৌঁছতে হচ্ছে| এছাড়া বিভিন্ন এটিএমগুলো ভর্তি করতে হচ্ছে| তাই টাকা বদলের উর্ধ্বসীমা কমানোর সিদ্ধান্ত নিতে হয়| কেন্দ্রের দাবি, তারা কৃষক, ছোট ব্যবসায়ী এবং বিয়ে রয়েছে বাড়িতে এমন মানুষদের সমস্যা থেকে রেহাই দিতে যা পদক্ষেপ নেওয়ার নিয়েছে| কিন্তু পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় লাগবে|
প্রসঙ্গত নোট বাতিল নিয়ে দিনকয়েক আগে আরও একবার শীর্ষ আদালতের সমালোচনার মুখে পড়েছিল কেন্দ্র| তখন আদালতের তরফে বলা হয় সার্জিক্যাল স্ট্রাইক হোক বা কার্পেট বম্বিং, কেন্দ্রের এই সিদ্ধান্তে হয়রান হতে হচ্ছে সাধারণ মানুষকে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *