আজ দুই কেন্দ্রে উপনির্বাচন, রাজ্য রাজনীতির শক্তি পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ রাজ্যের দুটি আসনে উপনির্বাচনে প্রস্তুতি চূড়ান্ত৷ শনিবার সকাল ৭টা থেকে

বড়জলা কেন্দ্রের উপনির্বাচনের জন্য কেন্দ্রীয় আধা সেনা জওয়ানদের নির্দিষ্ট এলাকায় নিযুক্ত করার আগে শুক্রবার উমাকান্ত মাঠে দাযিত্ব বুঝিয়ে দেওয়া হয়৷ ছবি নিজস্ব৷
বড়জলা কেন্দ্রের উপনির্বাচনের জন্য কেন্দ্রীয় আধা সেনা জওয়ানদের নির্দিষ্ট এলাকায় নিযুক্ত করার আগে শুক্রবার উমাকান্ত মাঠে দাযিত্ব বুঝিয়ে দেওয়া হয়৷ ছবি নিজস্ব৷

বড়জলা এবং খোয়াই বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হবে৷ চলবে বিকেল চারটে পর্যন্ত৷ রাজনৈতিক দলগুলি নীতির প্রশ্ণে শক্তি পরীক্ষা দিতে নামবে৷ দুই কেন্দ্রের এই উপনির্বাচন ঘিরে নানা প্রশ্ণ উঠে এসেছে৷ শাসক দল সিপিএমের খোয়াই কেন্দ্রে জয়ের ধারা অব্যাহত থাকবে কি না এবং বড়জলা কেন্দ্রে পরিবর্তন হবে কি না মতদাতারা ভোটবাক্সে সেই মত দেবেন৷ একইভাবে কংগ্রেসে আস্থা রয়েছে কিনা তাও জানাবেন গণদেবতারা৷ এরই পাশাপাশি তৃণমূলের উপর জনগণ ভরসা করবেন কি না তাও প্রকাশ পাবে৷ এই দুই কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি নতুন অধ্যায় রচনা করতে পারবে? সমস্ত কিছুই আগামীকাল ভোটবাক্সে বন্দি হবে৷
শুক্রবার বিকেলের মধ্যেই সমস্ত বুথে ভোটকর্মীরা ইভিএম নিয়ে পৌঁছে গেছেন৷ সাথে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানরাও রয়েছেন৷ জানা গেছে, দুটি আসনে বিধানসভার উপনির্বাচনে ৯ কোম্পানি আধা সামরিক বাহিনী এসেছে৷ এদিকে, বড়জলা কেন্দ্রে ৪৮টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে ১২টি ‘এ’ ক্যাটাগরি এবং ৩৬টি ‘বি’ ক্যাটাগরি৷ খোয়াই বিধানসভা কেন্দ্রে ৫২ টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে ১২টি ‘এ’ ক্যাটাগরি এবং ৪০টি ‘বি’ ক্যাটাগরি৷ জানা গেছে, দুটি আসনে উপনির্বাচনে ৫টি মডেল বুথ করা হয়েছে৷ বড়জলাতে ৩টি এবং খোয়াইতে ২টি মডেল বুথ রয়েছে৷ ঐ বুথগুলিতে মূলত, বয়স্কদের ভোটদানের সহায়তা, পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা ইত্যাদির আয়োজন থাকবে৷ এদিকে, বড়জলা কেন্দ্রে ৫টি এবং খোয়াই কেন্দ্রে ৮টি বুথে ওয়েবকাস্টিংয়ের করা হয়েছে৷

বড়জলা কেন্দ্রের ভোটকর্মীরা শুক্রবার ইভিএম সহ ভোট সামগ্রী নিয়ে বুথের উদ্দেশ্যে যান৷ ছবি নিজস্ব৷
বড়জলা কেন্দ্রের ভোটকর্মীরা শুক্রবার ইভিএম সহ ভোট সামগ্রী নিয়ে বুথের উদ্দেশ্যে যান৷ ছবি নিজস্ব৷

উল্লেখ্য, বড়জলা কেন্দ্রে উপনির্বাচনে মোট ৭০টি ইভিএম এসেছিল৷ এর মধ্যে ৩টিতে ত্রুটি ধরা পড়ায় রিজার্ভ হিসেবে রাখা ১৮টি ইভিএম থেকে ফেরত পাঠানো হয়েছে৷ পশ্চিম জেলা রিটার্নিং অফিসার তথা সদর মহকুমা শাসক জানিয়েছেন, ৪৮টি বুথে ইভিএম পাঠানো হয়েছে৷ বর্তমানে ১৫টি রিজার্ভ ইভিএম রাখা আছে৷ এদিকে, খোয়াই বিধানসভা আসনে উপনির্বাচনে মোট ৬০টি ইভিএম এসেছে৷ ৫২টি বুথে ইভিএম পৌঁছে গেছে৷ ৮টি ইভিএম রিজার্ভ হিসেবে রাখা হয়েছে৷
এদিন, পশ্চিম জেলা পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি জানিয়েছেন, বড়জলা কেন্দ্রে উপনির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ পুলিশ প্রশাসনের পাশাপাশি প্রয়োজনীয় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে৷ প্রতিটি বুথে নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে সবরকমের ব্যবস্থা নিয়েছে রাজ্য পুলিশ৷ ভোট গ্রহণ কেন্দ্রগুলির ২০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ তাতে, ভোট গ্রহণ কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ৫ বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ করা হয়েছে৷ সেক্টার অফিসার, সিভিল সেক্টর অফিসার এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এর পরিচালনায় থাকবেন৷
এদিকে, খোয়াই বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণের প্রস্তুতি চূড়ান্ত৷ আজ সকাল ১১টায় মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের অফিস থেকে ভোট কর্মীরা ভোট সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দেন৷ ইতিমধ্যেই সবকটি কেন্দ্রে ভোটকর্মীরা পৌঁছে গেছেন৷ ভোট পর্ব শান্তিপূর্ণভাবে অতিবাহিত করতে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে৷ রিটার্নিং অফিসার প্রসূন দে জানান, খোয়াই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ৫২টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে৷ ২৯০ জন ভোটকর্মী নিযুক্ত করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *