পৃথক স্থানে অভিযানে প্রচুর নেশা সামগ্রী উদ্ধার, আটক দুই

handcuffনিজস্ব প্রতিনিধি, আগরতলা/ তেলিয়ামুড়া/বক্সনগর, ১৭ নভেম্বর৷৷ রাজ্যের বিভিন্ন স্থানে পুলিশ উদ্ধার করেছে নেশা সামগ্রী৷ পুলিশ আটক করেছে দুইজনকে৷ সিধাই থানার পুলিশ আগরতলা খোয়াই সড়কে নম্বরবিহীন একটি গাড়ি আটক করে প্রচুর পরিমাণে নেশাজাতীয় সিরাপ আটক করেছে৷ গাড়ির চালককেও গ্রেপ্তার করা হয়েছে৷
নেশা কারবারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরা৷ বাংলাদেশ সীমান্ত দিয়ে নেশা জাতীয় সামগ্রী ব্যাপক হারে বাংলাদেশে পাচার হচ্ছে৷ সিধাই থানার পুলিশ আগরতলা-খোয়াই সড়কে একটি ধাবমান নম্বরবিহীন গাড়ির পেছনে ধাওয়া করে গাড়িটি আটক করেছে৷ ওই গাড়ি থেকে এক হাজার বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে৷ যার বাজারমূল্য ৯০ হাজার টাকা৷ সিধাই থানার ওসি সুব্রত দেবনাথ আগরতলা-খোয়াই সড়কের রাঙাছড়ায় নম্বরবিহীন গাড়িটি আটক করেন৷ গাড়ি নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করছিল গাড়ির চালক৷ ধাওয়া খেয়ে আগুনিয়ামুড়া এলাকায় গাড়ি ফেলে জঙ্গলে গা ঢাকা দিয়ে আত্মরক্ষা করার চেষ্টা করে চালক৷ পুলিশ জঙ্গল থেকে চালককেও পাকড়াও করেছে৷ চালকের নাম টিঙ্কু নমঃ৷ তার বাড়ি বিশালগড়ের মুড়াবাড়ি এলাকায়৷ তার বিরুদ্ধে মামলা গৃহীত হয়েছে৷ নেশা জাতীয় সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷
পাহাড় থেকে সমতল থানাবাবুদের নাকের ডগায় অর্থাৎ কল্যাণপুর বাজার এলাকা ও বাগান বাজার গালরোড নামে সকলেরই চেনা রাস্তায় কাকভোর থেকে গভীর রাত্রে চলে অবৈধ চোলাই মদের খোলা বাজার৷ সবকিছু জেনে শুনেও কর্তাবাবুরা না জানার ভান করে চলছেন৷ মাঝে মধ্যে নাম কা ওয়াস্তে তল্লাশি অভিযান চালানো হয়৷ গত ব ধবার রাতে বাগান বাজার গালরোড থেকে চা বাগান যাওয়ার পথে গ১২ লিটার চোলাই মদ সহ রাজেশ দেববর্মা নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়৷ রাতের আঁধারে নাকি যুবকটিকে ছেড়ে দেওয়া হয় বলে সূত্রে জানা যায়৷ দুপুর ১২টা থেকে শুরু হয় বাইক-সাইকেল দিয়ে কল্যাণপুর বাগানবাজার মোহরছড়ী মদ সরবরাহ করার খেলা৷ চোলাই মদের পাশাপাশি অবাধে চলছে তীর জুয়ার ব্যবসাও৷ গ্রামের লাস্যময়ী গৃহবধূ থেকে শুরু করে উঠতি উপজাতি যুবতীর এজেন্ট বানিয়ে পাহাড় থেকে সমতলে চলছে প্রকাশ্য বাণিজ্য এই বাণিজ্য মূল পান্ডা মোহরছড়া এলাকার বাসিন্দা৷
এদিকে, কলমচৌড়া থানার পুলিশও একটি গাড়ি থেকে ৭২ বোতল বিলেতি মদ উদ্ধার করেছে৷ জানা গেছে, ভেলুয়ারচরে লাড়ুরবাড়ি এলাকায় পুলিশ চেকিং করছিল৷ তখন টিআর-০১-৩১৮৯ নম্বরের একটি কমান্ডার জিপ পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া কলমচৌড়া থানায় এবং গাড়িটি ধাওয়া করে পুলিশ৷ মাণিক্যনগরে এসে পুলিশ গাড়িটিকে ধরতে সক্ষম হয়৷ চালককেও আটক করেছে পুলিশ৷ জিপ থেকে ৭২ বোতল বিলেতি উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *