দিনদুপুরে ইন্দ্রনগরে চুরি, রাজধানীর নিরাপত্তা নিয়ে প্রশ্ণ

thief-copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় চুরি ছিনতাইয়ের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ দক্ষিণ ইন্দ্রনগরে মাস্টারদা সূর্যসেন রোডে বৃহস্পতিবার পরিবারের লোকজনদের অনুপস্থিতির সুযোগ নিয়ে তালা ভেঙ্গে ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে গেছে৷
দক্ষিণ ইন্দ্রনগরের মাস্টারদা সূর্য সেন রোডে বৃহস্পতিবার দুপুর একটি বাড়ির লোকজনদের অনুপস্থিতির সুযোগ নিয়ে ঘরের তালা ভেঙ্গে টাকা পয়সা ও সোনাগয়না হাতিয়ে নিয়ে গেছে চোর৷ বাড়ির মালিকের নাম রাজু রায়৷ জানা যায় তিনি বেলা ১০ টা থেকে ১টা পর্যন্ত বাড়িতে থাকেন না৷ বাচ্চাকে নিয়ে সুকলে চলে যান৷ খালি ব াড়িতে বৃহস্পতিবার হানা দেয় চোর৷ বাড়িতে ফিরে বাড়ির মালিক রাজু রায় লক্ষ্য করেন ঘরের দরজার তালা ভাঙ্গা৷ ঘরের জিনিসপত্র সব উলটপালট৷ আলমারি ও গদরেজের বতালা ভেঙ্গে নগদ টাকা ও আনুমানিক ১০ ভরি সোনাগয়না হাতিয়ে নিয়ে গেছে৷ বিষয়টি জিবি পুলিশ আউট পোস্টে জানানো হয়৷ পুলিশ এসে ঘটনার তদন্ত করেছে৷ পুলিশের তদন্ত চলাকালে এক মদমত্ত যুবক হট্টগোল ও আবুল তাবুল বকছিল৷ কথাবার্তায় অসংলগ্ণতা লক্ষ্য করে পুলিশ তাকে আটক করার উদ্যোগ নেয়৷ তখনই সে পালিয়ে যায়৷ ওই মদমত্ত যুবকের নাম গোপাল সাহা৷ তার পকেট থেকে পড়ে যাওয়া একটি প্যাকেট থেকে কিছু টাকা উদ্ধার হয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে এগুলো চুরি যাওয়া টাকারই একাংশ৷ পুলিশ তাকে পাকড়াও করতে তৎপরতা অব্যাহত রেখেছে৷ দক্ষিণ ইন্দ্রনগরে দিনদুপুরে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *