নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷ সমাপ্ত হল সরব প্রচার৷ উপনির্বাচনে প্রচারের অন্তিম লগ্ণে সমস্ত রাজনৈতিক দল

কোমড় বেঁধে ময়দানে নেমেছিল৷ প্রচারে কোন ঘাটতি রাখতে রাজি নয় কেউই৷ একদিকে শাসক দল সিপিএম৷ অন্যদিকে, বিরোধী দলগুলিও কোন ফাঁক রাখতে চায়নি৷ তৃণমূল কংগ্রেস নতুন কায়দায় অটো নিয়ে বড়জলা ঘুরে বেড়িয়েছে প্রচারে৷ বিজেপি’র পক্ষ থেকেও বিশাল বাইক র্যালী বড়জলার সমস্ত এলাকা ঘুড়েছে৷ পিছনে থাকেনি কংগ্রেসও৷ তাঁরাও মিছিল করে দলীয় প্রার্থীর সমর্থনে ভোট ভিক্ষা করেছেন৷ সবমিলিয়ে বিরোধীরা শক্তি প্রদর্শন করায়, শাসকদল সিপিএমও সকাল থেকে বিভিন্ন স্থানে প্রচারে সামিল হয়৷ সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত এদিন সেনাপতির দায়িত্বে ছিলেন৷ একই চিত্র দেখা গেছে খোয়াই বিধানসভা কেন্দ্রেও৷ ভিলেজ কমিটির উপনির্বাচনেও সরব প্রচার আজ শেষ হয়েছে৷
এদিন, বড়জলা ও খোয়াই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে৷ সে লক্ষ্যে ভোট গ্রহণ কর্মীদের মধ্যে ভোট সামগ্রী বন্টন করা হয়েছে৷ আগামীকাল ভোট গ্রহণ কর্মীরা নিজ নিজ ভোট গ্রহণ কেন্দ্রে রওয়ানা হবেন৷
এদিন, উপনির্বাচনের সরব প্রচার আজ বিকেল চারটায় শেষ হয়েছে৷ এরপর থেকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী এভং রাজনৈতিক দল সিনেমাটোগ্রাফি, টেলিভিশন এবং অন্য কোন মাধ্যমে জনসাধারণের উদ্দেশ্যে কোন প্রচার করতে পারবেন না৷ এছাড়াও ১৯ নভেম্বর, ২০১৬ সকাল ৭টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত সময়ে সংবাদপত্র, বৈদ্যুতিন মাধ্যম বা অন্য কোন মাধ্যমে এক্সিট পোল করার বিষয়ে ইতিমধ্যেই বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ পশ্চিম ও খোয়াই জেলার জেলাশাসক ও সমাহর্তার অফিস থেকে আজ সংবাদপত্র ও বৈদ্যুতিন গণ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়টি জানানো হয়েছে৷
এদিকে, উপনির্বাচনে ভোটারদের পরিচিতি নিরূপণ সম্পর্কে ভারতের নির্বাচন কমিশন একটি নির্দেশ জারি করেছে৷ পরিচয়ের প্রমাণপত্র হিসেবে নির্বাচকরা নির্বাচন কমিশনের প্রদত্ত সচিত্র পরিচয়পত্র ব্যবহার করতে পারবেন৷ যারা এই সচিত্র পরিচয় পত্র দেখাতে পারবেন না তারা ভোটদানের জন্য নিম্নলিখিত দলিলগুলি প্রমাণপত্র হিসেবে ব্যবহার করতে পারবেন— পার্সপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, কেন্দ্রীয় / রাজ্য সরকার/রাষ্ট্রায়ত্ব সংস্থা দ্বারা জরুরি করা চাকুরির সচিত্র প্রমাণপত্র, ব্যাঙ্ক পোস্ট অফিস প্রদত্ত সচিত্র পাসবই, প্যানকার্ড, এনপি আর এর অধীনে আর জি আই কর্তৃক ইস্যু করা স্মার্ট কার্ড, রেগার জব কার্ড, স্বাস্থ্য বীমার স্মার্ট কার্ড, সচিত্র পেনশনের দলিল, সচিত্র ভোটার স্লিপ, সাংসদ /এমএলএ/ এমএল সিদের সরকারি পরিচয়পত্র৷ উল্লেখ্য, নির্বাচন কমিশন প্রদত্ত সচিত্র পরিচয়পত্র বানান ভুল জাতীয় ছোটখাটো ভুল থাকলেও যদি এই পরিচয়পত্রটির মাধ্যমে নির্বাচককে চেনা যায় তাহলে সেটিকে উপযুক্ত পরিচয়পত্র বলে গণ্য করা হবে৷ আবার যদি কোন নির্বাচকের ভোটার আই ডি অন্য কোন নির্বাচনী ক্ষেত্রের ইলেকট্রোর্যাল রেজিস্ট্রেশন অফিসার দ্বারা ইস্যু হয়ে থাকে তাহলেও সে নির্বাচক ভোটদান করতে পারবেন যদি সংশ্লিষ্ট নির্বাচন কেন্দ্রের ভোটার তালিকায় তার নাম থাকে৷ পরিচয়পত্রে ছবি সংক্রান্ত কোন সমস্যা দেখা দিলেও উপরোক্ত দলিলগুলির যে কোন একটার মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হবে৷
ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের পশ্চিম জেলার মোহনপুর মহকুমার লেফুঙ্গা আর ডি ব্লকের রাজঘাট এডিসি ভিলেজের ৪নং নির্বাচনী ক্ষেত্রের উপনির্বাচন আগামী ১৯ নভেম্বর, ২০১৬ অনুষ্ঠিত হবে৷ ভোট গণনা হবে ২১ নভেম্বর, ২০১৬৷ এই উপনির্বাচনের ভোট গ্রহণ পর্ব অবাধ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে এবং ভোট গণনার দিন শান্তি, সুস্থিতি এবং আইন শৃঙ্খলার পরিবেশ বজায় রাখতে পশ্চিম জেলার অধীনে এই নির্বাচনী ক্ষেত্রের সমস্ত মদের দোকান বন্ধ থাকবে৷ পশ্চিম জেলার জেলা শাসক এবং বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করেছেন৷ এই আদেশে বলা হয়েছে ভোট গ্রহণ উপলক্ষ্যে আজ ১৭ নভেম্বর, ২০১৬ থেকে ১৯ নভেম্বর, ২০১৬ পর্যন্ত এবং ভোট গণনা উপলক্ষ্যে আগামী ২১ নভেম্বর, ২০১৬ রাজঘাট এডিসি ভিলেজের ৪নং নির্বাচনী এলাকার সমস্ত মদের দোকান বন্ধ থাকবে৷ ত্রিপুরা শুল্ক আইন ১৯৯০-এ ১৭৪-এ (কে) ধারা অনুসারে উল্লেখিত দিনগুলিকে ‘ড্রাই ডে’ হিসেবে ঘোষণা করা হয়েছে৷ এছাড়া বড়জলা এবং খোয়াই বিধানসভা কেন্দ্রেও ড্রাই ডে ঘোষণা করা হয়েছে৷