সংসদে এককাট্টা বিরোধীরা, অধিবেশনের দ্বিতীয় দিনেও ধর্নায় তৃণমূল

Parliament-of-Indiaনয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): কেন্দ্রীয় সরকারকে কোণঠাসা করতে সংসদে এককাট্টা বিরোধীরা| শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিন, বৃহস্পতিবারও নোট বাতিল নিয়ে উত্তাল হল সংসদ| এদিন সকাল থেকেই সংসদের বাইরে ধর্নায় বসেন তৃণমূল সাংসদরা| এরপর অধিবেশন শুরু হতেই, রাজ্যসভায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন| কটাক্ষের সুরে ডেরেক বলেন, ‘আমি এখানে, আমার দল এখানে| কিন্তু প্রধানমন্ত্রী কই?’ বিরোধী দলগুলির দাবি, সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত আগেই ফাঁস হয়ে গিয়েছিল| শাসক দল, কিছু শিল্পপতি সেই সুযোগ নিয়েছে| এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইল কংগ্রেস|
পাশাপাশি নোট বাতিল ইসু্যতে সংসদের দুই কক্ষেই সাসপেনশন নোটিশ আনছে কংগ্রেস, বাম ও তৃণমূল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *