শারীর শিক্ষকের প্রহারে গুরুতর জখম ছাত্র

teacherনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ ইন্দ্রনগর মাঠে এক শারীর শিক্ষকের বেদম প্রহারে মাঠে খেলতে যাওয়া এক দ্বাদশ পরীক্ষার্থী গুরুতরভাবে আহত হয়েছে৷ তার নাম দ্বৈপায়ন সরকার৷ অভিযুক্ত শারীর শিক্ষক প্রদীপ মালাকারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ সুকল কক্ষে ন, তবে খেলার মাঠে এক শারীর শিক্ষকের মারধরে দ্বাদশ শ্রেণীর এক ছাত্র আহত হয়েছে৷ আহত ছাত্রের নাম দ্বৈপায়ন সরকার৷ সে হেনরি ডিরিজিও একাডেমির ছাত্র৷ এবছরের দ্বাদশ পরীক্ষার্থী৷ আগামী ২২ নভেম্বর থেকে তার পরীক্ষা৷ সে সোমবার বিকেলে ইন্দ্রনগর আইটিআই মাঠে ফুটবল খেলতে গিয়েছিল৷ অনিকেত মালাকার নামে অপর এক বালকের সঙ্গে তার বাকবিতন্ডা হয়৷ অনিকেতের জ্যেঠা দূর থেকে ঘটনা প্রত্যক্ষ করে স্টাম্প নিয়ে এগিয়ে এসে পুত্রসম দ্বৈপায়নকে মারধর করেন৷ তাতে প্রচন্ড আঘাত লাগে দ্বৈপায়নের৷ তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ দ্বৈপায়নের বাবা প্রশান্ত সরকার এ ব্যাপারে শারীর শিক্ষক প্রদীপ মালাকারের বিরুদ্ধে জিবিপুলিশ আউট পোস্টে মামলা দায়ের করেছেন৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷
আইটিআই মাঠের দায়িত্বপ্রাপ্ত শারীরশিক্ষক মাঠে খেলতে আসা এক নাবালক ছাত্রকে মারধর করে জখম করার ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *