বহিঃরাজ্যে যাওয়ার পথে অপহৃত দুই সুকলছাত্রী সহ ধৃত অপহরণকারী

handcuffনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৫ নভেম্বর৷৷ দুই নাবালিকা সুকল ছাত্রী বিশালগড় থেকে অপহৃত হয়৷ দুজনের  বাড়ি দুর্গানগর৷ ভদ্রাবতী সুকলের অষ্টম শ্রেণীর ছাত্রী৷ অপহরণকারীর নাম আমির হুসেন৷ পেশায় কাঠ মিস্ত্রী বিবাহিত৷ ঘটনাটি ঘটে  রবিবার সন্ধ্যাবেলা৷ ঘটনার বিবরণে জানা যায়, রবিবার ছয়টার প্রাইভেট পড়ে বাড়িতে ফেরার সময় একই এলাকায় প্রতিবেশী আমির জোর করে অটোরিক্সা গাড়িতে দুজনকে তুলে নেয়৷ এবং আগরতলা বাধারঘাট রেলস্টেশনে নিয়ে দিনের শেষ ট্রেনে তুলে ধর্মনগর নিয়ে যায়৷ স্টেশনে তিনজনের চলাফেরা দেখে নিরাপত্তারক্ষীদের সন্দেহ হয়৷ ঘন্টাখানেক পরে পুলিশ এদের জিজ্ঞাসাবাদ শুরু করলে আমির হুসেনের কথাবার্তায় অসংলগ্ণতা বুঝতে পারে৷ সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করে রাত তিনটায় নাবালিকাদের বাড়িতে ফোন করে পুলিশ৷ ধর্মনগর থানায় নিয়ে যাওয়া হয় তাদের৷ এদিকে সন্ধ্যা থেকে চারদিক খোঁজাখঁুজি শুরু করে কোথাও না পেয়ে শেষ পর্যন্ত ধর্মনগর থেকে ফোন পেয়ে আমিরের স্ত্রী ধর্মনগর গিয়ে পৌঁছে৷ নাবালিকার পরিবারের উপস্থিতিতে ধর্মনগর থানা থেকে তাদের বিশালগড় পাঠানো হয়৷ রাত ১০টায় অপরাধকারী আমির হুসেন সহ দুই নাবালিকাকে হাজির করা হয় বিশালগড় মহিলা থানায়৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মহকুমার পুলিশ আধিকারিক প্রবীর পাল৷ মহিলা থানার এসআই শিপ্রা দাস সহ মহকুমা পুলিশ আধিকারিক নাবালিকার মুখ থেকে ঘটনার বিবরণ শুনে নেয়৷ তারা বলেন, পাচারের উদ্দেশ্যে নাকি  পতিতালয়ে বিক্রি৷ ঠিক কি কারণে দুই সুকলছাত্রীকে অপহরণ করা হয় মুখ খুলতে নারাজ আমির হুসেন৷ নাবালিকার পক্ষ থেকে অপহরণের মামলা করা হয় বিশালগড় মহিলা থানায়৷ মামলার নম্বর ৬০/১৬ ভারতীয় দন্ডবিধির ৩৬৬(এ) ধারায়৷ মঙ্গলবার দুপুরে তাদের ডাক্তারি পরক্ষীর পর আদালতে পাঠালে এদের জবানবন্দী রেকর্ড করা হয় আসামী আমির হুসেনকে দুদিনের জেল হাজতে পাঠানো হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *