নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷ অনির্দিষ্টকালের রেলরোকো আন্দোলনে বসেছে নর্থ কাছাড় হিল ইন্ডিজিনিয়াস স্টুডেন্টস্ ফোরাম৷ এর জেরে মঙ্গলবার আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বদরপুর পর্যন্ত গিয়ে পুনরায় আগরতলায় ফিরে আসছে৷ মঙ্গলবার সকাল আটটা থেকে রেলরোকো আন্দোলনে বসেন স্টুডেন্টস্ ফোরাম৷ ফলে, আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পাশাপাশি শিলচর-গুয়াহাটি প্যাসেঞ্জার ট্রেনটিকেও বদরপুর স্টেশন থেকে ফেরত পাঠানো হয়েছে৷
যতদূর জানা গেছে, আর্থিক দাবিদাওয়া পূরণ না হওয়ায় স্টুডেন্টস্ ফোরাম আন্দোলনে বসেছে৷ এদিন, ডিমা হাসাও জেলায় নিউ হারেঙ্গাজাও, নিউ হাফলং এবং মাহুরে তারা রেলরোকো আন্দোলনে বসে৷ তাদের দাবি অনুযায়ী জানা গেছে, ডিমা হাসাও জেলায় রেল পথ নির্মাণে জমি অধিগ্রহণ করা হলেও রেলের তরফে কোন ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়া হয়নি৷ অবশ্য, কিছু কিছু জায়গায় মহাসড়ক এবং রেলপথ পাশাপাশি রয়েছে৷ সেক্ষেত্রে ডিমা হাসাও জেলা প্রশাসন মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের টাকা ইতিমধ্যেই মিটিয়ে দিয়েছে৷ ফোরামের দাবি, ১৫ নভেম্বর থেকে রেলরোকো আন্দোলনের হুমকি অনেকদিন আগেই দেওয়া হয়েছিল৷ কিন্তু তাদের দাবি পূরণ হয়নি৷ এই কারণেই তারা বাধ্য হয়ে অনির্দিষ্টকালের রেলরোকো আন্দোলন শুরু করেছে বলে ফোরামের তরফে জানানো হয়েছে৷ তবে, তাদের দাবি মেনে নেওয়া হলে আন্দোলন প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে ফোরাম৷
এদিন পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৫৫৬১৬ গুয়াহাটি-শিলচর প্যাসেঞ্জার ট্রেনটি নিউ হাফলং স্টেশন থেকে গুয়াহাটি ফিরে গেছে৷ ফলে, নিউ হাফলং থেকে শিলচরের ট্রেনটি বাতিল করা হয়েছে৷ এদিকে, ৫৫৬১৬ শিলচর-গুয়াহাটি প্যাসেঞ্জার ট্রেনটিও বদরপুর স্টেশনে এসে ফিরে গেছে৷ ফলে, বদরপুর থেকে গুয়াহাটি ট্রেনটি বাতিল করা হয়েছে৷ পাশাপাশি ১৫৬৬০ আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটিও দুপুর ২টা ৫৫ মিনিটে বদরপুর স্টেশন থেকে আগরতলায় ফিরে গেছে৷ এদিকে, শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটিও সকাল ৮টা ৪৫ মিনিটে লামডিং পর্যন্ত আসতে পেরেছে৷ ট্রেনটিকে গুয়াহাটিতে ফেরত পাঠানো হয়েছে৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে জানিয়েছে, রেলরোকো আন্দোলনের জের এই পদক্ষেপ নিতে হয়েছে৷ তাতে ধারণা করা যাচ্ছে, রেলরোকো আন্দোলন প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই ট্রেনগুলি পুনরায় চালু হচ্ছে না৷
2016-11-16