নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷ দ্রুতগতিতে ছুটে আসা যাত্রীবাহী জীপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে৷ আহত হয়েছেন ১৭ জন যাত্রী৷ ঘটনা মনুবাজার থানার বাগমারা সুকলের সামনে৷ দুর্ঘটনার পরই চালক গা ঢাকা দিতে সক্ষম হয়৷
জানা গেছে, দুপুর দুটো নাগাদ একটি বিয়ের অনুষ্ঠান শেষে বনকুল থেকে মাগরুম ফেরার পথে ঐ দুর্ঘটনাটি ঘটে৷ টিআর০৩-২৪২০ নম্বরের কমান্ডার জীপটিকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে মনু বাজার থানার পুষিশ৷ ঘটনায় আহতদের বনকুল প্রাথমিক চিকিৎসা কেন্দ্র নিয়ে আসে দমকল বাহিনী৷ এর মধ্যে সম্ভোধন ত্রিপুরা ও সারামন ত্রিপুরার আঘাত বেশি হওয়ায় উভয়কেই গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করাহয়৷ চারজন যথাক্রমে মসত ত্রিপুরা, কর্নশ্রী ত্রিপুরা,পরিদন ত্রিপুরা ও সন্ধ্যারাণী ত্রিপুরাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে পর্যবেক্ষণের জন্য৷
2016-11-16