এসে গেল শীত, নামছে তাপমাত্রা

coldকলকাতা, ১৬ নভেম্বর (হি.স.): বাতাসে এসে গেল শীতের আগমনবার্তা| ভোরের দিকে ও রাতে হিমেল আমেজ তো টের পাওয়া যাচ্ছিলই, এবার ধীরে ধীরে নামছে তাপমাত্রার পারদ| ৱুধবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস| যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম| আগামী কয়েকদিন তাপমাত্রা আরও নামার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর| আবহবিদরা জানাচ্ছেন, চলতি সপ্তাহের শেষে তাপমাত্রার পারদ ১৭ ডিগ্রিতে নামতে পারে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *