নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷ বড়জলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন উপলক্ষ্যে বিজেপি রাস্তার পাশে যে বুথ অফিস খুলেছিল তা নির্বাচন কমিশনের লোকজনরা ভেঙ্গে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিজেপির ইলেকশন এজেন্ট৷ অবশ্য প্রশাসনের তরফে এই অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে৷
বড়জলা বিধানসভা এলাকায় বিজেপির বুথ অফিস ও প্রচারসজ্জা নষ্ট করে দেওয়ার অভিযোগ এনেছেন ওই কেন্দ্রের বিজেপির ইলেকশন এজেন্ট পুলক কুমার দেবনাথ৷ তিনি বলেন, আজ বেলা ১১টা নাগাদ তাকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল রাস্তার পাশে যে বুথ অফিস তৈরি করা হয়েছে তা সরিয়ে নেওয়ার জন্য৷ বেলা একটা নাগাদ এ সংক্রান্ত লিখিত কাগজও পাঠায় নির্বাচন কমিশন৷ নির্বাচন কমিশনের তরফে এসব বুথ অফিস ভাঙ্গা হবে না বলে জানানো হয়েছিল৷ দলের পক্ষ থেকেই বুথ অফিস সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল৷ অথচ নির্বাচন কমিশনের লোকজনরাই বেলা দেড়টা নাগাদ বিজেপির বুথ অফিস ভেঙ্গে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপির ইলেকশন এজেন্ট৷ তিনি আরো অভিযোগ করেন, একদিকে শাসক দল ও অন্যদিকে নির্বাচন কমিশনও বিজেপির বিরুদ্ধে লেগেছে বলে তিনি অভিযোগ করেন৷
এবিষয়ে জানতে চাওয়া হলে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রশাসন তাদেরকে সতর্ক করেছিল৷ প্রশাসনের তরফে অফিস ভাঙ্গা হয়নি৷ বিজেপির বুথ অফিস ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে বড়জলা এলাকায় রাজনীতির পারদ ক্রমশ উর্দ্ধমুখী হচ্ছে৷
2016-11-15