ছেলের বাজির আগুনে দগ্দ হয়ে মায়ের মৃত্যু

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷ নিজঘরে রান্না করতে গিয়ে অগ্ণিদগ্দ সিমনার পঞ্চবটী এলাকার প্রমিলা নায়েককে শেষ রক্ষা করা গেল না৷ জিবি  হাসপাতালে ২৯দিন লড়াই করার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি৷ তার মৃত্যুতে পঞ্চবটী এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ লক্ষ্মীপুজোর পরদিন নাবালক পুত্র ঘরে  বাজি পোড়াচ্ছিল৷ রান্নাগরে মা রান্না করছিলেন৷ হঠাৎ মায়ের কাপড়ে আগুন ধরে গিয়েছিল৷ তাতে অগ্ণিদগ্দ হন মা৷ ওই মায়ের নাম প্রমিলা নায়েক৷ ঘটনা সিমনার পঞ্চবটী এলাকায়৷ মহিলাকে  আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷  দীর্ঘ ২৯ দিন জিবি হাসপাতালে মৃত্যর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *