চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা উদয়পুরে

Healthনিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৪ নভেম্বর৷৷ চিকিৎসায় গাফিলতিতে আবারও মৃত্যুর অভিযোগ উঠল গোমতী জেলা হাসপাতালের বিরুদ্ধে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷
সোমবার ভোর রাতে চিকিৎসা গাফিলতিতে গোমতী জেলা হাসপাতালে মৃত্যু হয়েছে এক ব্যক্তির৷ মৃত ব্যক্তির নাম রঞ্জিৎ আচার্য৷ উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছিলেন তিনি৷ পরিবারের লোকজন তাকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসেন৷ তাকে সেলাইন লাগানো হয়৷ সকাল সাতটা নাগাদ রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে৷ পরিবারেরর লোকজনরা কর্তব্যরত চিকিৎসককে বারবার অনুরোধ জানান রোগীকে দেখার জন্য৷ চিকিৎসক নাকি তখনও মোবাইল নিয়েই ব্যস্ত থাকেন৷ রোগীকে দেখার প্রয়োজনীয়তা অনুভব করেননি৷ রোগী মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ তাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে৷ রোগীর আত্মীয় পরিজনরা চিকিৎসককে এজন্য দায়ী করেন৷
গোমতী জেলা হাসপাতালে চিকিৎসা গাফিলতিতে ইতিপূর্বেও মৃত্যুর ঘটনা ঘটেছে৷ আজ যোগ হল আরো একটি অভিযোগ৷ অবিলম্বে দোষী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *