সিধাইয়ে প্রকাশ্যে খুন এক ব্যক্তি

murderনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর৷৷ স্বাস্থ্য দপ্তরের এক করনিক আজ দুপুরে নৃশংসভাবে খুন হয়েছেন৷ রবিবার সিধাই থানাধীন দক্ষিণ বিজয়নগরে পুকুর থেকে স্নান সেরে বাড়ি ফেরার পথে স্বাস্থ্য দপ্তরের করনিক শচীন্দ্র দেবনাথ(৪৫) খুন হন৷ অভিযোগ এলাকারই অরিন্দম দেবনাথ(২৮) তাঁকে শাবল দিয়ে খুন করেছে৷ শচীন্দ্র দেবনাথকে জিবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ সে ঘটনায় অরিন্দম দেবনাথের বিরুদ্ধে সিধাই থানায় মামলা দায়ের করা হয়েছে৷ এখনো পর্যন্ত গ্রেপ্তারের কোন সংবাদ নেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *