নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৩ নভেম্বর৷৷ বুলেরো ও অটোর মধ্যে মুখোমুখী সংঘর্ষে গুরুতর আহত হয়েছে শিশুসহ পাঁচজন৷ দূর্ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কাকড়াবন থানার অধীন জামজুড়ি মরাচৌমুহনী এলাকায়৷ আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের আগরতলায় জি বি হাসপাতালে রেফার করা হয়েছে উদয়পুর হাসপাতাল থেকে৷
সংবাদে প্রকাশ, টিআর-০১-ডি-২০৩৪ নম্বরের একটি বুলেরো গাড়ী উদয়পুর থেকে কাকড়াবন যাচ্ছিল৷ বিপরীত দিক থেকে আসছিল টিআর-০৩-ডি-২৫৯৩ নম্বরের একটি অটো৷ অটোতে পাঁচজন যাত্রী ছিল৷ জামজুড়ি এলাকায় পৌঁছতেই বুলেরো ও অটোর মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়৷ তাতে অটোর পাঁচজন যাত্রী গুরুতর জখম হয়েছে৷ এদিকে, বুলেরো গাড়িটি এতটাই গতিতে ছিল অটোকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়৷ তাতে অটো এবং বুলেরো দুটি গাড়ীর মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ফায়ার সার্ভিসের কর্মীরা আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ কাকড়াবন থানার পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ দূর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িই আট করা হয়েছে৷ স্থানীয় জনগণ জানিয়েছেন বুলেরো গাড়ির চালকের অসাবধানতা বসত এই দূর্ঘটনাটি ঘটেছে৷
2016-11-14