নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ আগরতলা বিমান বন্দরে সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে পুলিশ৷ ধৃতরা হল আব্দুল মেমন শেখ (২৪) এবং গোলাম মুস্তাফা (২৮)৷ তাদের বাড়ি বাংলাদেশের নোয়াখালিতে৷ তারা দুই ভাই৷ বাবার নাম মতফুল শেখ৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, আগরতলা বিমান বন্দরে তাদের সন্দেহজনক অবস্থায় ঘুরাফেরা করতে দেখে সিআইএসএফ খবর দেয় এয়ারপোর্ট থানায়৷ থানার ওসি রাণা চ্যাটার্জী দ্রুত বিমান বন্দরে ছুটে যান এবং ঐ দুই বাংলাদেশী যুবককে আটক করে থানায় নিয়ে যায়৷ তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, তারা আগরতলা থেকে কলকতা যাওয়ার উদ্দেশ্যে বিমান বন্দরে আসে৷ কলকাতা থেকে মুম্বাই যাওয়ার পরিকল্পনা ছিল তাদের৷ ধৃতদের কাছ থেকে জাল আধার কার্ড ও জাল পেনকার্ড পাওয়া গিয়েছে৷ তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় একটি মামলা নেওয়া হয়েছে৷ মামলার নম্বর ৪৯/১৬৷ মামলা হয়েছে আইপিসির ৪৬৮, ৪৭১ এবং আইপিপি অ্যাক্টের ৩/৬ ধারা মোতাবেক৷ শুক্রবার তাদের কোর্টে সোপর্দ করা হয়৷ তাদেরকে পুলিশ রিমান্ড দেওয়া হয় বলে আদালত সূত্রে জানা গিয়েছে৷
2016-11-12