নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর ৷৷ শুক্রবার থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শুরু হয়েছে তিনদিনব্যাপী বিশ্ব বঙ্গ

সাহিত্য ও সংসৃকতি সম্মেলন৷ ত্রিপুরা রাজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী৷
রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শুক্রবার থেকে শুরু হল বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংসৃকতি ত্রিপুরা রাজ্য সম্মেলন৷ সম্মেলন চলবে তিনদিন৷ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী৷ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী তপন চক্রবর্তী বলেন, বাংলা সাহিত্য শুধুমাত্র একটা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়৷ পৃথিবীর বহু জায়গাতে বহু দেশে বাংলাভাষাভাষি মানুষ রয়েছেন৷ নিষ্ঠার সঙ্গে বাংলাভাষার মর্যাদা রক্ষার চেষ্টা করছেন৷ বিদেশেও যারা বাংলা ভাষাভাষি মানুষ রয়েছেন তারাও বাংলা ভাষা সংসৃকতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন৷ তিনি বলেন, বহু ভাষার বিলুপ্তি ঘটছে৷ কিন্তু বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ্ রয়েছে, তা হারিয়ে যায়নি৷ নিজের ভাষা ও সংসৃকতির সমৃদ্ধি ঘটছে৷ তিনি তথ্য দিয়ে বলেন, পৃথিবীর দুশোর উপর দেশে প্রায় ৭৪০ কোটি মানুষ বসবাস করছে৷ প্রায় ৬ হাজার ৩০০ ভাষায় মানুষ কথা বলছেন৷ দেখা গেছে, প্রতিবছর ভাষার অবলুপ্তি ঘটতে শুরু করেছে৷ সেক্ষেত্রে বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ্ রাখতে এধরনের সম্মেলন যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন৷ শিক্ষামন্ত্রী বলেন, ভারতবর্ষে উর্দু ও হিন্দীর পরই স্থান দখল করেছে বাংলাভাষা৷