হিলারির পরাজয়ে ক্যালিফোর্নিয়ায় জোরালো হল স্বাধীনতার দাবি

American Flag Wallpaper (4)লস অ্যাঞ্জেলস, ১০ নভেম্বর (হি.স.) : হিলারির পরাজয়ে আমেরিকা থেকে বেরিয়ে যাওয়ার দাবি আরও জোরালো হল ক্যালিফোর্নিয়ায় | আমেরিকার সদ্য প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র‌্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন পরাজিত হওয়ার পর স্থানীয় সময় ৱুধবার সকাল থেকেই ক্যালিফোর্নিয়ায় বিক্ষোভ-সমবেশ শুরু করেন বাসিন্দারা| যা ওয়াশিংটনসহ আশপাশে ছড়িয়ে পড়ে|
প্রসঙ্গত, স্বাধীন ক্যালিফোর্নিয়ার দাবি দীর্ঘ দিনের | এই পরিস্থিতিতে সদ্য শেষ হওয়া নির্বাচনে হিলারি ক্লিন্টন ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হলেও ট্রাম্প বিরোধী ক্যালিফোর্নিয়া আমেরিকার ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে সর্বোচ্চ ৫৫টি ইলেক্টোরাল ভোেটর প্রতিটিতেই জয়ী হয়েছে ডেমোক্র‌্যাটিক শিবির| ফলে আরও জোরালো হল স্বাধীন ক্যালিফোর্নিয়ার দাবি|
ইয়েস ক্যালিফোর্নিয়া ইন্ডিপেনডেন্স নামে একটি গ্রুপ ক্যালিফোর্নিয়ার স্বাধীনতার দাবি তোলে| ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়া যাওয়ার পদ্ধতি ব্রেক্সিট-এর আদলে এই দাবির প্রক্রিয়াকে ক্যালেক্সিট হিসেবে অভিহিত করা হয়েছে| যা নিয়ে স্থানীয় বাসিন্দারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয় রয়েছেন|
বিক্ষোভকারীরা জানান, নিজের মতো থাকার সক্ষমতা আছে ক্যালিফোর্নিয়ার| অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কোনো দিক থেকে ক্যালিফোর্নিয়া পিছিয়ে নেই| সুতরাং তাদের যুক্তরাষ্ট্র থেকে আলাদা হওয়ার দাবি যৌক্তিক| যে কারণে তারা যুক্তরাষ্ট্রের অধীনে না থেকে স্বাধীন হতে চান|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *