বিধবংসী অগ্ণিকান্ডে দুটি বাড়ী ভষ্মিভূত বড়দোয়ালীতে

fire-houseনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ বিধবংসী অগ্ণিকান্ডে দুটি বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে৷ বুধবার দুপুরে আগরতলায় টাউন বড়দোয়ালীতে বীরেশ্বর পাল ও কাকুলি চক্রবর্তীর বাড়িতে আগুন লাগে৷ এই আগুনে একটি সিলিন্ডারও বিস্ফোরণ হয়৷ বাড়িতে রাখা একটি বাইক সম্পূর্ণ পুড়ে গেছে৷ দমকল কর্মীদের তৎপরতায় আরো দুটি সিলিন্ডার পাশের জলাশয়ে নিয়ে কোন মতে বিস্ফোরণ আটকানো সম্ভব হয়েছে৷
জানা গেছে, এদিন, দুপুর আনুমানিক তিনটার দিকে বীরেশ্বর পালের বাড়িতে আগুন লাগে৷ সেই আগুন প্রতিবেশী কাকলি চক্রবর্তীর বাড়িতে ছড়িয়ে পড়ে৷ এই আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে দুটো বসতবাড়িই পুড়ে ছাই হয়ে যায়৷ আগুন জ্বলতে দেখে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে৷ অভিযোগ, খবর দেওয়ার একঘন্টা [vsw id=”O_jqXYldxiM” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]বাদে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়৷ মোট চারটি ইঞ্জিন মিলে কোনক্রমে আগুন আয়ত্ত্বে আনা হয়৷ অগ্ণিকান্ডের খোঁজ নিতে সদর ডিসিএম পরিমল মজুমদার ঘটনাস্থলে যান৷ ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা৷ অগ্ণিকান্ডের ঘটনায় গোটা এলাকা আতঙ্কিত হয়ে পড়ে৷ আগুন আয়ত্ত্বে আনা সম্ভব না হলে পার্শ্ববর্তী আরো কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হত বলে অনুমান৷ দমকল কর্মীরা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্ণিকান্ডের সূত্রপাত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *