ঢাকা, ১০ নভেম্বর (হি.স.): বাংলাদেশের নোয়াখালীর কোম্পানীগঞ্জে মেঘনা নদীতে ডুবে গেল যাত্রীবোঝাই ট্রলার| ট্রলার ডুবির ঘটনায় এখনও পর্যন্ত এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে| জীবিত উদ্ধার করা হয়েছে ১৫ জনকে| বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাই ইউনিয়নের চর বালুয়াটেকে|
পুলিশ জানিয়েছে, ট্রলারটি উরি চরের দিকে যাওয়ার সময় মেঘনা নদীতে ডুবে যায়| অতিরিক্ত যাত্রী থাকার কারণেই ট্রলারটি ডুবে যায়| এখনও পর্যন্ত কতজন মানুষ নিখোঁজ, তা সঠিকভাবে জানা যায়নি|
2016-11-10