নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি.স.): টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)-এর চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হল সাইরাস মিস্ত্রিকে| বৃহস্পতিবার সকালে একটি বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে| যতদিন না নতুন কোনও চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন ততদিন পর্যন্ত এই পদের দায়িত্ব সামলাবেন টিসিএস-এর অন্যতম ডিরেক্টর ইশাত হুসেন|
বিজ্ঞপ্তিতে টিসিএস-এর শেয়ার হোল্ডারদের একটি জেনারেল মিটিংও ডাকা হয়েছে, সেখানে সাইরাস মিস্ত্রিকে চেয়ারম্যান পদ থেকে সরানোর জন্য রেজুলিশন পাশ করা হয়|
2016-11-10