নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর৷৷ সুকলের কাজ সেরে ব্যাঙ্ক থেকে সুকলে ফেরা হল না রাণীরবাজারের নলগড়িয়ার সুকান্ত একাডেমি হাইসুকলের মিড ডে মিলের হেল্পার ভজনা ভৌমিকের৷ পথে এক শিক্ষকের বাইক থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান ভজনা ভৌমিক৷ জানা গেছে, সুকান্ত একাডেমি সুকলের মিড ডে মিল কর্মী ভজনা ভৌমিক শনিবার সুকলের এক শিক্ষকের বাইকে করে মিড ডে মিলের বিল রাণীবাজাব- স্থিত ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কে জমা দিয়ে সুকলে ফিরছিলেন৷ সুকলে ফেরার পথেই এই দুর্ঘটনাটি ঘটে৷ উনাকে সাথে সাথে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ রবিবার ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি৷ ভজনা ভৌমিকের মৃত্যুর খবরে রাণীরবাজার নলগড়িয়া এলাকায় শোকের ছায়া নেমে আসে৷
2016-11-07

