বিশেষ প্রতিনিধি, আমবাসা, ৫ নভেম্বর৷৷ বন দপ্তর একটি মন্দির ভেঙ্গে ফেলল৷ তাতে ক্ষুব্ধ হয়ে উঠেন এলাকার ধর্মপ্রাণ মানুষ৷ উত্তেজিত জনতা প্রতিবাদে পথ অবরোধ করলেন৷ ঘটনা শনিবার ধলাই জেলা সদর জওহরনগরে৷ জানা গিয়েছে, এসডিএফও যশপাল সিংয়ের নির্দেশে বন দপ্তরের কর্মীরা ঐ এলাকার একটি মন্দির ভেঙ্গে ফেলেছে৷ মন্দিরটি প্রায় ত্রিশ বছর পুরনো৷ মন্দিরটি না ভাঙ্গার জন্য স্থানীয় জনগণ বারণ করেছিলেন৷ কিন্তু, বন দপ্তরের ঐ আধিকারীক জনগণের আপত্তি অগ্রাহ্য করে মন্দিরটি ভেঙ্গে ফেলেছিলেন৷ তাই প্রতিবাদে শনিবার এলাকাবাসী জওহরনগরে পথ অবরোধ করেন৷ ফলে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়৷
2016-11-06