জয়শংকর হত্যা মামলায় বিহার থেকে গ্রেপ্তার যুবক পুলিশ রিমান্ডে

Jpegনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷ ক্যাপিটেল কমপ্লেক্স এলাকায় জয়শংকর সিংয়ের খুনের ঘটনায় পিস্তল সরবরাহকারী  পবন কুমার পাশওয়ানকে বিহার থেকে গ্রেপ্তার করে এনে শনিবার আদালতে তোলা হয়৷ পুলিশ আদালতের কাছে পবন কুমারের সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানায়৷ আদালত এই আবেদন মঞ্জুর করে পবন কুমারকে সাত দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে৷ উল্লেখ্য, জয়শংকর সিং খুনের ঘটনায় মুখ্য অভিযুক্ত মনজিৎ রায়কে পিস্তল সমেত কলমচৌড়া থানার অধীন মধ্যপাড়া এলাকা থেকে এনসিসি থানার পুলিশ আটক করেছিল৷ পবন কুমারই পিস্তল সরবরাহ করেছিল বলে জেরায় স্বীকার করে মনজিৎ৷ এর ভিত্তিতেই বিহার থেকে পবন কুমারকে আটক করে শুক্রবার আগরতলায় নিয়ে আসে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *