শ্রীনগর, ৬ নভেম্বর (হি.স.) : কাশ্মীর নিয়ে বৈঠক করলেন বিচ্ছিন্নতাবাদী নেতারা । কাশ্মীরের অচলাবস্থা নিরসনে কেন্দ্র নরম মনোভাব দেখানোয় রবিবার শ্রীনগরের হাইডারপোরা এলাকায় তাঁরা হুরিয়ত নেতা সৈয়দ আলি গিলানির বাড়িতে বৈঠক করেন হুরিয়তের বিচ্ছিন্নতাবাদী নেতা মিরওয়াইজ উমর ফারুকের সঙ্গে জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট প্রধান ইয়ারেস মালিক । জানা গেছে, কাশ্মীরের পরিস্থিতি কীভাবে স্বাভাবিক করা যায় তাই নিয়ে তিন নেতার আলোচনা হয়েছে।
প্রসঙ্গত, ১২১ দিন ধরে জম্মু কাশ্মীরে অচলাবস্থা চলছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। এই অবস্থায় বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে সংস্রব রাখা হবে না বলে জানিয়েছিল কেন্দ্রীয় সরকার ।এর আগে ২ নভেম্বর বিচ্ছিন্নতাবাদী নেতাদের সেই বৈঠকের অনুমতি দেয়নি কেন্দ্র। তবে কিছুটা বাধ্য হয়েই আজকের বৈঠকে অনুমতি দেয় সরকার। এখন দেখার কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতারা স্বাভাবিক জনজীবন অচল করার পথ থেকে সড়ে আসে কিনা ।
2016-11-06