নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷ পণের জন্য নির্যাতনের জ্বালা সহ্য করতে না পেরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করল এক গৃহবধূ৷ মৃতার নাম শম্পা দেবনাথ (২০)৷ বাড়ি বিশ্রামগঞ্জের ছেচড়িমাই এলাকায়৷ কয়েকদিন পূর্বে তিনি নিজ বাড়িতেই গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়৷ অগ্ণিদগ্দ অবস্থায় তাকে জি বি হাসপাতালে ভর্তি করানো হয়৷ শুক্রবার তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান৷ এই ব্যপারে বিশ্রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়৷ মামলার নম্বর ৩৬/১৬৷ মামলাটি হয়েছে আইপিসির ৪৯৮(এ) এবং ৩০৬ ধারায়৷ পুলিশ প্রধান অভিযুক্ত মৃতার স্বামী দিগ্বিজয় দেবনাথকে গ্রেপ্তার করার জন্য তল্লাসী চালিয়ে যাচ্ছে৷ তবে সে পালিয়ে গা ঢাকা দিয়েছে বলে পুলিশ জানিয়েছে৷
2016-11-06