স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষক নিয়োগের পরীক্ষা স্থগিত

education-2নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩   নভেম্বর৷৷ স্নাতক ও স্নাতকোত্তর স্তরের  শিক্ষক নিয়োগ সম্পর্কিত সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার (এস টি জি টি) এবং সিলেকশন টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েট  টিচার (এস টি পি জি টি)  শীর্ষক পরীক্ষা আগামী ২০ নভেম্বর  হওয়ার কথা ছিল তা স্থগিত রাখা হয়েছে৷ টিচার্স রিক্রুটমেন্টস বোর্ড, ত্রিপুরা (টি আর বি টি) এর পরীক্ষা নিয়ামক প্রত্যুষ রঞ্জন দেব আজ এক প্রেস রিলিজে জানিয়েছেন, আগামী ২০ নভেম্বর ২০১৬, রবিবার এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, রাজ্যের বিধানসভার উপনির্বাচনের কারণে পূর্ব নির্ধারিত তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে না৷ পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচী যথা সময়ে বিজ্ঞাপিত করা হবে৷ সকল পরীক্ষার্থীকে বোর্ডের ওয়েবসাইট www.trb.tripura.gov.in  এ নিয়মিত নজর রাখতেও প্রেস রিলিজে অনুরোধ জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *