ভূমধ্যসাগরে শরণার্থী বোঝাই দুটি জাহাজ ডুবে নিখোঁজ ২৪০, উদ্ধার ৩১ জন

seaমিলান, ৪ অক্টোবর (হি.স.) : ভূমধ্যসাগরে ফের শরণার্থী বোঝাই জাহাজ ডুবীর ঘটনা ঘটল | লিবিয়ার কাছে ভূমধ্যসাগরে দুটি জাহাজ ডুবে নিখোঁজ হলেন কমপক্ষে ২৪০ জন| এই খবর জানানো হয়েছে রাষ্ট্রসংঘের শরণার্থী এজেন্সির তরফে | তবে দুটি জাহাজ থেকে ৩১ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে রাষ্ট্রসংঘের শরণার্থী এজেন্সি| শরণার্থীদের ইট্যালির লেনপেদুসা দ্বীপে নিয়ে আসা হয়েছে|
শরণার্থীরা জানিয়েছে, লিবিয়া থেকে রওনা দিয়েছিল তাঁরা| সেই সময়, জাহাজ ডুবে ভূমধ্যসাগরে তলিয়ে যান অনেকে| শরণার্থীদের বয়ান অনুযায়ী, প্রথম বোটটিতে ৬ শিশু, ২০ মহিলা সহ মোট ১৪০ জন ছিলেন| তাঁদের নিয়ে রওনা দেয় বোটটি| কিন্তু উপকূল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে কাঠের সঙ্গে ধাক্কা লেগে বোটটি উলটে যায়| মাত্র ২৯ জন প্রাণে বাঁচাতে সক্ষম হন| জলে তলিয়ে যাওয়া শরণার্থীদের মধ্যে ১২টি দেহ উদ্ধার করা হয়েছে| অন্য একটি বোট ১৩০ জনকে নিয়ে রওনা দিয়েছিল| সেখান থেকে মাত্র ২ মহিলাকে উদ্ধার করা গেছে|
ফলে এখন পর‌্যন্ত ভূমধ্যসাগরে পারাপারের সময় নিখোঁজের সংখ্যা বেড়ে হল ৪ হাজার ২২০ জন| জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় মৃতদের মধ্যে বেশিরভাগই পশ্চিম আফ্রিকার নাগরিক| রাষ্ট্রসংঘের প্রকাশিত তথ্য অনুযায়ী বিগত দিনের প্রায় ১০ লাখ শরণার্থী ভূমধ্যসাগর পেিরয়ে ইউরোপের দেশগুলিতে এসেছে| এবছর এখনও পর‌্যন্ত সেই সংখ্যা প্রায় ৩ লাখ ৩০ হাজার|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *