পাকিস্তান থেকে ৮ কূটনীতিককে দেশে ফেরাচ্ছে ভারত

india-pakistanনয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.): ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে ঠেকেছে| তাই খুব শিগগিরিই পাকিস্তানের মাটি থেকে ৮ জন কূটনীতিককে দেশে ফেরাচ্ছে ভারত| বিদেশমন্ত্রকের এক কর্তা এমনটাই জানিয়েছেন| পাক সরকার এই ৮ জনের নাম, ছবি ও পরিচয় ইতিমধ্যে জনসমক্ষে প্রকাশ করে দিয়েছে| তাই তাঁদের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে| ইসলামাবাদও এর আগে দিল্লিতে পাক হাইকমিশনে নিযুক্ত ৬ জনকে দেশে ফিরিয়ে নিয়েছে|
এরা ৬ জন মেহমুদ আখতারকে সাহায্য করেছিল বলে অভিযোগ| উল্লেখ্য, গত সপ্তাহেই চরবৃত্তির অভিযোগে আখতারকে বহিষ্কার করে ভারত|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *