দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে লাইফটাম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত হতে চলেছেন রেখা

rekhaমুম্বই, ২ নভেম্বর (হি.স.) : লাইফটাম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত হতে চলেছেন রেখা| ৭ থেকে ১৪ ডিসেম্বর দোহা ও আৱু ধাবিতে অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে|
চার দশক ধরে ১৮০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন রেখা| ১৯৬৬ সালে তিনি শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন| ১৯৭০ সালে হিন্দি ছবি সাওয়ন ভাদো থেকে তিনি লাইমলাইটে আসেন| ছবিটি অসাধারণ সাফল্য পায়| কিন্তু সেই অনুযায়ী খ্যাতি পাননি রেখা| একটি সাক্ষাকারে রেখা জানিয়েছিলেন, তখন তাঁর গায়ের রং ও ফিগার নিয়ে সমালোচনা করা হত| তাঁকে আগলি ডাকলিং বলা হত| তখনকার প্রথমসারির হিরোইনদের সঙ্গে তুলনা চলত রেখার| কিন্তু সেটা ইতিবাচক দিক থেকে নয়| নেতিবাচক দিক থেকে|
সমালোচিত ছবি আনজানা সফর থেকে স্ট্রাগল শুরু হয়| পর্দায় হিরোকে চুমু খাওয়ার দৃশ্যে অভিনয়ের জন্য তাঁর খ্যাতি আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে পড়ে| তখন কিছু ছবি ও সেটে কিছু কাজকর্মের জন্য রেখা আবার খ্যাতি হারাতে থাকেন| কিন্তু তিনি সিদ্ধান্ত নেন, আনপ্রফেশনাল অ্যাটিটিউড তিনি ত্যাগ করবেন| এরপর আবার সাফল্যের সিঁড়ি চলতে শুরু করেন তিনি| এর মধ্যে যশ চোপড়ার ফয়েসলে ও গিরিশ কন্নড়ের উত্সবের অফার আসে তাঁর কাছে| এই দুটি ছবির পর রেখার খ্যাতি আরও বেড়ে যায়| মধুবালী, নূতন, ওয়াহিদা রহমানের সঙ্গে একসারিতে চলে আসেন তিনি| এরপর একে একে উমরাও জান, খুন ভরি মাঙ্গ, সিলসিলা, খিলাড়িও কা খিলাড়ি, খুবসুরতের মতো ছবি করেন তিনি| ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদানের জন্য রেখা পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *