উপনির্বাচনের ভোট প্রচারে রাজ্যে আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা

BJPনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ রাজ্যে দুটি আসনে উপনির্বাচনকে কেন্দ্র করে বিজেপির প্রচারে কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে দলীয় সাংসদরা আসছেন৷ আগামী ৬ ও ৭ নভেম্বর কৃষি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুদর্শন নাথ ভগৎ এবং ১৫ নভেম্বর মানবসম্পদক উন্নয়নমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মহিন্দ্রানাথ পান্ডে রাজ্য সফরে আসছেন৷ এছাড়া আগামী ১০ নভেম্বরের পরে নগরোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয় এবং বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলি  উপনির্বাচনে দুটি আসনে প্রচারে অংশ নেবেন৷ শুধু তাই নয়, আসামের অর্থমন্ত্রী তথা নেডার আহ্বায়ক হেমন্ত বিশ্বশর্মাও  রাজ্যে নির্বাচনী প্রচারাভিযানে অংশ নেবেন৷ তিনি ৮ নভেম্বর রাজ্যে আসছেন৷ সব মিলিয়ে উপনির্বাচনকে কেন্দ্র করে বিজেপি কেন্দ্রীয় স্তরের নেতাদের নির্বাচনী প্রচারে অংশগ্রহণের মাধ্যমে ২০১৮ বিধানসভা নির্বাচনের আগে সেমিফাইনালে বাজিমাত করার চেষ্টা করবে বলে ধারণা রাজনৈতিক মহলের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *