জম্মু, ২ নভেম্বর (হি.স.) : জম্মু সীমান্তে লাগাতার যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ভারতের অসামরিক এলাকায় পাকিস্তানের নির্বিচার গুলিবর্ষণ উদ্দেশ্যপ্রণোদিত ও ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে বলে অভিযোগ তুললেন সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের ইন্সপেক্টর জেনারেল ডি কে উপাধ্যায়| তিনি বলেছেন, পাক সেনারা উদ্দেশ্যপ্রণোদিত ও ইচ্ছাকৃতভাবে ভারতের জনবসতি এলাকাগুলোতে মর্টার ও শেল ছুঁড়ছে| এক সাংবাদিক বৈঠকে উপাধ্যায় বলেছেন, পাক রেঞ্জার্স সম্প্রতি অসংখ্যবার যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গুলি চালিয়েছে| তাদের এক্ষেত্রে সক্রিয় সাহায্য করছে পাক সেনা|
উপাধ্যায় আরও বলেছেন, বিএসএফ কিন্তু যুদ্ধবিরতি ভঙ্গের পাল্টা জবাব দিতে গিয়ে কখনই পাকিস্তানের অসামরিক এলাকায় গুলিবর্ষণ করে না| আমরা শুধুমাত্র যে সব সামরিক ব্যাঙ্কার থেকে পাক বাহিনী গুলি ছোঁড়ে সেগুলিই নিশানা করা হচ্ছে| আমরা পাকিস্তানের ১৪ টি ব্যাঙ্কার চূড়ান্তভাবে ক্ষতি করা হযেছে|
উল্লেখ্য, মঙ্গলবার পাক রেঞ্জার্স যুদ্ধবিরতি চুক্তি ভেঙে নির্বিচার গুলিবর্ষণ করায় দুই শিশু, চার মহিলাসহ আটজন নিরীহ ভারতীয় নাগরিকের মৃতু্য হয়েছে|
2016-11-03