বড়জলা কেন্দ্রের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে প্রত্যয়ী ঝুমু

CPIMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ বড়জলা বিধানসভা কেন্দ্রে বাড়ি বাড়ি ভোট প্রচারে সামিল হয়েছেন সিপিআইএম প্রার্থী ঝুমু সরকার৷ প্রচারে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান৷
বড়জলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয় পরাজয় ডান বাম উভয়পক্ষের কাছেই আত্মমর্যাদার লড়াই৷ এই কেন্দ্রটি কংগ্রেসের দখলে ছিল৷ কংগ্রেসের গোষ্ঠীবাজির কারণে দলত্যাগ ও বিধায়কপদ থেকে পদত্যাগ করেছেন বিধায়ক জীতেন্দ্র সরকার৷কেন্দ্রটি নিজেদের দখলে রাখা কংগ্রেসের পক্ষে যে কোনোভাবেই সম্ভব নয়, তার ইতিমধ্যেই ইঙ্গিত মিলতে শুরু করেছে৷ কারণ কংগ্রেসের ভোট নিশ্চিতভাবে তিনভাগে বিভক্ত হয়ে যাবে৷ ফলে আসনটি শাসক দলের অনুকূলে যাবার সম্ভাবনাই প্রবল৷ সে প্রত্যাশা নিয়েই বাড়ি বাড়ি ভোট প্রচারে সামিল হয়েছেন সিপিআইএম প্রার্থী ঝুমু সরকার৷ প্রচারে নেমে তিনি বলেন, এই রাজ্যের সকল অংশের মানুষ শান্তির পক্ষে, ঐক্যের পক্ষে ও সার্বিক উন্নয়নের পক্ষে ভোট দেবেন৷
সিপিআইএম প্রার্থী ঝুমু সরকার জয়ী হয়ে বড়জলা বিধানসভা কেন্দ্রের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চান বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *