প্রধানমন্ত্রীর ক্যামেরায় ধরা পড়ল বাঘ

নয়াদিল্লি, ১ নভেম্বর, ১ নভেম্বর (হি.স.) : সাংবাদিকর বা সাধারণ মানুষ ফোটো তুলতে চাইলে সচরাচর না করেন না

মঙ্গলবার ছত্তিশগড়ের নয়া রায়পুরে নন্দন বন জঙ্গল সাফারীতে গিয়ে বাঘের ফটো ক্যামেরা বন্দি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ছবি - পিআইবি৷
মঙ্গলবার ছত্তিশগড়ের নয়া রায়পুরে নন্দন বন জঙ্গল সাফারীতে গিয়ে বাঘের ফটো ক্যামেরা বন্দি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ছবি – পিআইবি৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি| নিন্দুকে বলে, ক্যামেরার সামনে থাকতে না কি বেশ পছন্দও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| তবে, প্রধানমন্ত্রী শুধু ফোটো ফ্রেন্ডলি না, বেশ দক্ষ ফোটোগ্রাফারও বটে| এবার প্রধানমন্ত্রীর ক্যামেরায় ধরা পড়ল বাঘ|
আজ ছত্তিশগড়ের নয়া রায়পুরে নন্দন ভ্যান জঙ্গল সাফারি পার্কের উদ্বোধনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী| সেখানেই তাঁর সঙ্গে দেখা খাঁচাবন্দি বাঘমামার সঙ্গে | ক্যামেরা হাতে নিয়ে তখনই বাঘের ছবি তুলতে শুরু করেন প্রধানমন্ত্রী| অপরিচিত কাউকে দেখে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে গর্জন করে বাঘটি| তবে, সে গর্জনে ঘাবড়ে যাননি প্রধানমন্ত্রী| দৃষ্টিও সরাননি| আস্তে আস্তে বাঘ তাঁর দিকে এল| দুবার মুখ নিচুও করল| পরে মুখ তুলে দেখতেই ক্লিক| প্রধানমন্ত্রীর ক্যামেরায় ধরা পড়ল আস্ত বাঘের আস্ত ছবি| এরপর তা টুইটও করেন| পরক্ষণেই সেই ছবি ভাইরাল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *