ইটানগর (অরুণাচল প্রদেশ), ০১ নভেম্বর, (হি.স.) : আগামী বছরের মার্চে তাওয়াং আসছেন তিব্বতী ধর্মগুরু দালাইলামা। তাঁদের ধর্মগুরুর আগমন ঘটছে বলে খবরে অধীর সাগ্রহে পথ চেয়ে অপেক্ষা করছেন তিব্বতীরা-সহ গোটা রাজ্য। চিনের রক্ত চক্ষু এড়িয়ে তিনি তাওয়াঙে ভালোভাবে দিন কাটাতে পারবেন কি না তা নিয়েও শঙ্কিত অঞ্চলের মানুষের পাশাপাশি গোটা বৌদ্ধসমাজ।
ইতিমধ্যে ধর্মগুরু দালাইলামার প্রস্তাবিত তাওয়াং সফরে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চিন। দালাইলামা তাওয়াং আসেন তা প্রতিবেশী দেশ চায় না। তিনি তাদের শত্রু। কেননা, চিন অধিকৃত তিব্বতকে স্বাধীন করতে সারা জীবন ধরে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তিনি। এই তাঁর অপরাধ।
উল্লেখ্য, বাল্যকালে চৈনিক সেনাদের চোখে ধুলো দিয়ে অরুণাচল প্রদেশের তাওয়াঙে এসে আশ্রয় নিয়েছিলেন দালাইলামা। এর পর গোটা বিশ্বের দ্বারে দ্বারে তিনি ঘুরে বেড়াচ্ছেন। প্রায় এক দশক পর তিনি অরুণাচল প্রদেশে প্রদার্পণ করবে খবরে উল্লসিত তাওয়াং-সহ গোটা রাজ্য।
2016-11-01