হায়দরাবাদ, ২৮ অক্টোবর (হি.স.) : আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমানজারোতে পা রাখল দেশের ১৩ স্কুল পড়ুয়া| ১৯,৩৩৬ ফুটের এই পাহাড়ের চূড়ায় পা রাখল ইন্ডাস স্কুলের হায়দরাবাদ শাখার দুজন ও বেঙ্গালুরুর ১১ জন পড়ুয়া| কিলিমানজারো বিশ্বের দীর্ঘতম ফ্রি স্ট্যান্ডিং পাহাড়| এই ১৩ সাহসী পড়ুয়ার মধ্যেই একজন নবম শ্রেণির উইলিয়াম জোসেফ| ইন্ডাসের হায়দরাবাদ শাখার এই ছাত্র জানিয়েছে, মাউন্ট কিলিমানজারোতে পা রাখার পর আমার যে অনুভূতি হয়েছিল, সেটা ভাষায় প্রকাশ করতে পারব না| দীর্ঘদিনের স্বপ্নপূরণ হল| সীমাহীন আনন্দে ডুবে গিয়েছিলাম| দলের নেতা ও মোহিত জানায়, চ্যালেঞ্জের মধ্যেই জেতা নেতার আসল কাজ|
2016-10-28

