তিন তালাক হিন্দু-মুসলমান কিংবা বিজেপি বনাম অন্য দলের লড়াই নয় : প্রধানমন্ত্রী

1লখনউ, ২৪ অক্টোবর (হি.স.) : তিন তালাক, হিন্দু-মুসলমান কিংবা বিজেপি বনাম অন্য দলের লড়াই নয়| উত্তরপ্রদেশের জনসভায় একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সোমবার রাজ্যের মাহোবার জনসভায় তিন তালাক নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী | সেখানে স্পষ্ট করে জানিয়েছেন তিনি তিন তালাক প্রথার বিরোধী| শুধু তাই নয়, এদিন হিন্দুদের কন্যাভ্রুণ হত্যাকেও নিন্দা করেছেন তিনি| এদিন সংবাদ মাধ্যমের কাছে তিন তালাক নিয়ে তিনি আর্জি জানান, এটাকে হিন্দু বনাম মুসলিম বা বিজেপি বনাম অন্যদলগুলোর ইসু্য বানাবেন না| বিতর্কটা এইভাবে হোক, কারা মুসলমান সমাজের পরিবর্তন চান না| আর কারা ১২৫ কোটি ভারতবাসীর থেকে বিষয়টা আড়াল করতে চান|
তিনি বলেন, হিন্দু সমাজের কণ্যাভ্রুণ হত্যার মতই মুসলিম সমাজে তিন তালাক প্রথা প্রচলিত| কেউ ফোন করে তিন তালাক জানায় আর কোনও মুসলিম বোনের জীবন নষ্ট হয়ে যায়| এরপরেই মোদীর সংবাদ মাধ্যমের কাছে আর্জি, তিন তালাক নিয়ে হিন্দু বনাম মুসলিম বা বিজেপি বনাম অন্যদলগুলোর ইসু্য বানাবেন না| সুপ্রিম কোর্টে কেন্দ্রের মতামতেই স্পষ্ট করে দেওয়া হয়েছে, মহিলাদের ওপর কোনও নির্মম প্রথা বরদাস্ত করা হবে না| এই নিয়ে ধর্মীয় বিভেদও চায় না কেন্দ্রীয় সরকার| তিনি বলেন বিতর্কটা এইভাবে হোক, কারা মুসলমান সমাজের পরিবর্তন চান না| আর কারা ১২৫ কোটি ভারতবাসীর থেকে বিষয়টা আড়াল করতে চান|
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মহা পরিবর্ন র‌্যালি করছেন প্রধানমন্ত্রী| বালিয়া, গোরখপুর, লখনউ -এর পর আজ মাহোবাতে ছিল প্রধানমন্ত্রীর চতুর্থ জনসভা| সেখানেই তিন তালাক নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী| এদিন কণ্যাভ্রুণ হত্যা নিয়ে তিনি বলেন, এটা একটা পাপ| আমার সরকার এই প্রথা বন্ধ করতে নানা পদক্ষেপ করেছে| কন্যা, মা, বোনেদের নিরাপত্তা প্রয়োজন| কোনও ধর্ম বিবেচনা করা উচিত নয়| মাবোনেদের শ্রদ্ধা জানানো উচিত| আমরা দৃঢ়তার সঙ্গে এটা রুখব|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *