নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর৷৷ বৃহস্পতিবার সাত সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্বারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে আমতলী থানাধীন রানীর খামার এলাকায়৷ মৃত ব্যাক্তির নাম হারাধান দাস৷ সকালে নিজ ঘর থেকেই মৃতদেহ উদ্বার হয়৷ এলাকাবাসীর অভিযোগ, স্ত্রী, পুত্র, এবং পুত্রবধূ মিলে পরিকল্পিত ভাবে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে৷ এলাকাবাসীর অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
পরিকল্পিতভাবে এক ব্যাক্তিকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে রাখার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজধানীর রানীর খামার এলাকায়৷ এলাকাবাসীর অভিযোগ, স্ত্রী, পুত্র ও পুত্রবধূ মিলে খুন করে তাকে ফাসিতে ঝুলিয়ে রেখেছে৷ মৃত ব্যাক্তির নাম হারাধন দাস৷ পেশায় সাইকেল মেকানিজ৷ প্রতিদিনের মত বুধবার রাতেও খাওয়া দাওয়া সেরে নিজ ঘরেই খুমিয়ে ছিলেন হারাধন বাবু৷ বৃহস্পতিবার রহস্যজনক ভাবে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্বার হয়৷ এলাকায় ও মৃতের নিকটাত্মীয়দের অভিযোগ প্রায়শই ছেলে বাবাকে মারধর করত৷ গতকাল বুধবার হারাধন দাসকে মারধর করে ঘরথেকে বের করে দেয়৷ রাতে বাড়িতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ৷
বুধবার রাতে মারধরের পর বৃহস্পতিবার সকালে মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী আমতলী থানায় খবর দেয়৷ ঘটনাস্থলে পুলিশ ছুটে গিয়ে মৃতদেহ উদ্বার করে৷ এদিকে এলাকাবাসীর অভিযোগ অস্বীকার করে মৃত হারাধনের ছেলে জানায় সে মারধর করেনি৷ তার বাবা আত্মহত্যা করেছে৷ অন্যদিকে একই বক্তব্য স্ত্রীরও৷ ঘটনাস্থলে পুলিশ এলেও উত্তেজিত এলাকাবাসী স্ত্রী, পুত্র ও পুত্রবধূকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়৷ পুলিশ ঘটনায় অভিযোগ মূলে ৩ জনকে গ্রেপ্তার করে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে৷
2016-10-21