ফের পুড়ল গাড়ি, অনুমান নাশকতার

car-burntনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর ৷৷ ফের গাড়ি পুড়ানোর ঘটনা ঘটেছে৷ বুধবার গভীর রাতে একটি মারুতি গাড়ি দুসৃকতিরা পুড়িয়ে দিয়েছে বলে জানা গেছে৷  বৃহস্পতিবার সাত সকালে প্রতাপগড়ে প্রাতঃভ্রমণকারীরা রাস্তায় দাঁড়ানো টিআর০১ই০৪৬৯ নম্বরের একটি গাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে দেখতে পান৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পূর্ব আগরতলা থানায়৷ পুলিশ এসে গাড়িটি উদ্ধার করে নিয়ে যায়৷ অনুমান করা হচ্ছে, রাতের অন্ধকারে দুসৃকতিকারীরা গাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছে৷  উল্লেখ্য, এর আগেও রাজধানী আগরতলায় গাড়ি পুড়ানোর ঘটনা ঘটেছে৷ কিন্তু কোন ঘটনাতেই পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি৷  এই ঘটনাতেও পুলিশ কোন ক্লু খুঁজে পাবে বলে না ধারণা শহরবাসীর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *