BRAKING NEWS

খোয়াই ও বড়জলা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল সিপিএম, বিরোধী দলগুলিকে প্রার্থী না দিতে আহ্বান জানালেন সুদীপ বর্মন

tmcনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর৷৷ রাজ্যে দুটি আসনে উপনির্বাচন ঘোষণা হতেই প্রার্থী ঘোষণা করল প্রদেশ তৃণমূল কংগ্রেস৷ সোমবার সাংবাদিক সম্মেলনে তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মণ প্রার্থী হিসেবে বড়জলা কেন্দ্রে প্রকাশ দাস এবং খোয়াই কেন্দ্রে মনোজ দাসের নাম ঘোষণা করলেন৷ এদিন তিনি প্রার্থী ঘোষণা করেই উপনির্বাচনে বামফ্রন্টকে পরাস্ত করতে রাজ্যের অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলিকে প্রার্থী না দেওয়ার আহ্বান জানিয়েছেন৷
এদিন সুদীপবাবু বামফ্রন্টকে পরাস্ত করার লক্ষ্যে পরিকল্পনা স্পষ্ট করে দেন৷ তিনি জানান, বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বদের সাথে বড়জলা এবং খোয়াই কেন্দ্রে প্রার্থী না দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে৷ এবিষয়ে তিনি জানান, সিমনা তমাকারী আসনে বামফ্রন্ট মনোনীত প্রার্থীকে পরাস্ত করার জন্য আইপিএফটিকে সুযোগ করে দিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেয়নি৷ বড়জলা এবং খোয়াই কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূল জয়ের বিষয়ে যথেষ্ট আশাবাদী৷ তাই বিরোধী রাজনৈতিক দলগুলি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করলে ভোট ভাগাভাগি হতে পারে সে বিষয়টি তৃণমূল কংগ্রেসকে এখন ভাবাচ্ছে৷ আর এজন্যই আগে থেকেই বিরোধী শিবিরের সমর্থন আদায়ে ময়দানে অবতীর্ণ হয়েছেন তৃণমূল কংগ্রেস এমনটাই মনে করা হচ্ছে৷
অবাম মঞ্চ শক্তিশালী করার ক্ষেত্রে তৃণমূলের মূল চিন্তার বিষয় বিজেপি সে বিষয়ে নিশ্চিত রাজনৈতিক মহল৷ বড়জলা কেন্দ্রে আইপিএফটি প্রতিদ্বন্দ্বতী করার সম্ভাবনা না থাকলেও বিজেপি ঐ কেন্দ্রে প্রার্থী দেবে বলেই মনে হচ্ছে৷ এদিকে, খোয়াইতে আইপিএফটি’র প্রার্থী দেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷ পাশাপাশি বিজেপিও ঐ কেন্দ্রে প্রার্থী দিতে চাইবে৷ রাজনৈতিক মহলের মতে, বামফ্রন্টকে পরাস্ত করার ক্ষেত্রে অবামমঞ্চ শক্তিশালী করার লক্ষ্যে অন্তত উপনির্বাচনে বিজেপি তৃণমূলের প্রস্তাবে রাজি হবে না৷ সেক্ষেত্রে বড়জলা কেন্দ্রে বিরোধী শিবিরে ভোট ভাগাভাগি হওয়া সম্ভাবনা প্রবল৷ খোয়াই কেন্দ্রেও বিরোধী শিবিরের ভোট ভাগাভাগির বিষয়টি এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ ফলে, তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ বিরোধী শিবিরের উদ্দেশ্যে যে আহ্বান রেখেছেন তা আদৌ ফলপ্রসূ হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *