BRAKING NEWS

রাত জেগে জলসা দেখে ফেরার পথে ভ্যান খাদে, গুরুতর জখম এগারজন

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৪ অক্টোবর৷৷ সাত সকালে ১১জন যাত্রী নিয়ে দূর্ঘটনার কবলে এক নম্বরবিহীন মারুতী ভ্যান৷ দূর্ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট কালী মন্দির সংলগ্ণ আসাম আগরতলা জাতীয় সড়কে শুক্রবার সকাল সাড়ে নয়টা মিনিট নাগাদ৷ আহতদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজার শেষ লগ্ণে মুঙ্গিয়াকামীতে ছিল বৃহস্পতিবার রাতব্যাপী গান বাজনার জলসা৷ তেলিয়মুড়ার বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেয় মানুষ৷ সেখানে ওই গাড়ির চালকও রাতভর ঘুমায়নি৷ সকাল হতেই চালক বিশ্বজিৎ দেববর্মা (২৪) ১১ জন যাত্রী নিয়ে তেলিয়ামুড়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়৷ সারারাত না ঘুমানোয় চাকমাঘাট আসামাত্রই চালক গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পরে৷ তখনই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে খাদে পরে একটি সেগুন গাছে আটকে যায়৷ গাছটি না থাকলে গাড়িটি খোয়াই নদীতে ১১জন যাত্রী নিয়ে ঝাপ দিত৷ খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস স্টেশনে৷ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই চালকসহ যাত্রীদের উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী৷ গুরুতর আহতরা হলেন রবীন্দ্র দেববর্মা (৪২), বিশ্বজিৎ দেববর্মা (২৪), দুর্যধন দেববর্মা (৫০), রবেরা দেববর্মা (৪০), রবিয়া দেববর্মা (২৬), টিনা দেববর্মা (২২), পরিমল দেববর্মা (১৮)৷ অন্যরা অল্পবিস্তর আহত হয়েছে৷ গুরুতর আহতদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া হাসপাতালে৷ পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে বলে জানা গিয়েছে৷
এদিকে, দশমীর রাতে দুর্ঘটনায় গুরুতর আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার জিবি হাসপাতালে মৃত্যু হয়েছে৷ জানা গেছে, দশমীর রাতে চড়িলাম স্টেট কো-অপারেটিভের ব্যাঙ্কের কাছে রাস্তায় অমরপ্রাণ সাহা(৯০)-কে একটি দ্রুতগামী গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়৷ এই ঘটনায় ঐ বৃদ্ধ গুরুতরভাবে আহত হন৷ সঙ্গে সঙ্গে তাকে জিবি হাসপাতালে ভর্তি করানো হয়৷ আজ সকালে তার মৃত্যু হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *