ভারত ও পাক উত্তেজনা বন্ধ করার আহ্বান রাষ্ট্রসংঘের

UNনয়াদিল্লি, ১ অক্টোবর৷৷ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বন্ধ করতে দূদেশকে আহ্বান জানালেন রাষ্ট্রসংঘের মহাসচিব বান কি মুন৷ এক বিবৃতিতে তিনি ওই আহ্বান জানান বলে শনিবার রাষ্ট্রসংঘের খবরে বলা হয়েছে৷ দুদেশের মধ্যে উত্তেজনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বান কি মুন বলেন, দুদেশকে এই সংকট মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে৷ কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা পরিস্থিতি সমাধান করতে হবে৷ উল্লেখ, গত ১৮ সেপ্ঢেম্বর ভারত শাসিত কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসবাদী হামলায় ১৮ ভারতীয় সেনা মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে নয়াদিল্লি-ইসলামাবাদ সম্পর্ক চরম উত্তেজনায় দেখা দেয়৷ দুপক্ষই সীমান্তে সেনা মোতায়েন ও ততপরতা বাড়িয়েছে৷ দফায় দফায় যুদ্ধবিমানের মহড়া চালাচ্ছে পাকিস্তান৷ আর ভারতও প্রস্তুত করছে যুদ্ধবিমানকে৷
পাক অধিকৃত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর সীমান্ত থেকে জঙ্গিদের প্রশিক্ষণ শিবিরগুলো থেকে জঙ্গিরা পালিয়ে যাচ্ছে বলে গোয়েন্দা সূত্রে খবর৷ ভারতীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, সার্জিক্যাল স্ট্রাইকের পরেই পাক গুপ্তচর সংস্থা আইএসআই পাক অধিকৃত কাশ্মীরের ১৮ টি জঙ্গি প্রশিক্ষণ শিবির অন্যত্র সরিয়ে নিচ্ছে৷ বাকি ২৪টি প্রশিক্ষণ শিবির জঙ্গিরাই খালি করে পালিয়ে গিয়েছে৷ এর আগে সার্জিক্যাল স্ট্রাইকের আগে এই প্রশিক্ষণ শিবিরগুলোতে পাঁচশোরও বেশি জঙ্গি ছিল৷ এর মধ্যে তিনশোরও বেশি জঙ্গি পালিয়ে গিয়েছে৷ সূত্রের খবর, পাক সেনারা বন্দুক দেখিয়ে জঙ্গিদের আটকানোর চেষ্টা করলেও অনেক ক্ষেত্রেই কাজ হয়নি৷ ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর, ২৬-১১ -র হামলাকারীদের যেখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, সেই ঘাঁটি থেকেও জঙ্গিরা পালিয়ে গিয়েছে৷ ভারতীয় গোয়েন্দাদের অনুমান, জঙ্গিদের কেউ কেউ ঘরে ফিরে গিয়েছে৷ কেউ আবার রয়েছে পাক গুপ্তচর সংস্থার নিরাপদ আশ্রয়ে৷
গোয়েন্দা সূত্রে খবর, ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর জঙ্গিদের মনে ভয় ঢুকে গেলেও পাক অধিকৃত কাশ্মীরের ঘাঁটিগুলোতে ভারতে অনুপ্রেবেশের জন্য দুশো জঙ্গি তৈরী ছিল৷ কিন্তু সার্জিক্যাল স্ট্রাইকে ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেওয়ায় তাদের সুরক্ষা দিতে না পারায় দায়িত্বে থাকা পাক সেনার ওপর জঙ্গিদের ক্ষোভ বেড়েছে৷
এদিকে, উরি হামলার দুসপ্তাহ পর স্থানীয় সেনা ব্রিগেডের দায়িত্বে থাকা কমান্ডার ব্রিগেডিয়ারকে সোমাশঙ্করকে সরিয়ে দিল প্রতিরক্ষামন্ত্রক৷ উরি সন্ত্রাসের তদন্ত যতক্ষণ না শেষ হচ্ছে, ততদিন কাজে যোগ দিতে পারবেন না তিনি বলে প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানা গিয়েছে৷ সেনার ২৮ মাউন্টেন ডিভিশনের এক আধিকারিক উরি ব্রিগেডের দায়িত্ব নিচ্ছেন৷ যদিও এ ব্যাপারে মুখ খুলতে চাননি সেনা আধিকারিকরা৷ উল্লেখ্য, গত ১৮ সেপ্ঢেম্বরের শেষ রাতে নিয়ন্ত্রণরেখা টপকে উরি সেনাছাউনিতে ঢুকে পড়ে ঘুমন্ত জওয়ানদের ওপর হামলা চালায় চার জৈশ ই মহম্মদ জঙ্গি৷ তাঁবুতে আগুন লাগায় ও জঙ্গিদের গুলিবৃষ্টিতে ১৯ জন সেনাকর্মীকে মৃতুয হয়৷ সেনার পাল্টা জবাবে মারা যায় ওই চার জঙ্গি৷
অন্যদিকে, পাক সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনার প্রেক্ষিতে সামরিক বাহিনীর প্রস্তুতি দেখতে শনিবার সেনাবাহিনীর উত্তরাঞ্চলের কমান্ড পরিদর্শন করলেন ভারতের সেনাপ্রধান জেনারেল দলবির সিং সুহাগ৷ উরি সেনাঘাঁটিতে পাক জঙ্গিদের হামলার পর ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে পাকিস্তানের সঙ্গে সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা বেড়ে যায়৷ সীমান্তে প্রতিদিন পাক সেনার গোলাগুলির প্রেক্ষিতে সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা বেড়ে গিয়েছে৷ সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এদিন সকালে সামরিক বাহিনীর প্রস্তুতি ঘুরে দেখলেন সেনাপ্রধান৷ তিনি উত্তরাঞ্চলের কমান্ড ঘুরে দেখার পাশাপাশি সেনাকর্তাদের সঙ্গে বৈঠকও করেন বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে৷ বৈঠকে সেনাপ্রধান নর্দার্ন কমান্ডেকে সার্জিক্যাল স্ট্রাইক সফলভাবে পরিচালনার জন্য অভিনন্দন জানান এবং অভিযানে অংশ নেওয়ার কমান্ডোদের ভূয়সী প্রশংসা করেন৷ নর্দার্ন কমান্ডের পর সেনাপ্রধান ওয়েস্টার্ন কমান্ডও পরিদর্শন করবেন বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে৷ ভারতীয় সেনাবাহিনীর প্রধান পকিস্তান সংলগ্ণ কমান্ডগুলো পরিদর্শনে ওই অঞ্চলে ভারতের সর্বোচ্চ সামরিক প্রস্তুতি বলে মনে করেন ওয়াকিবহাল মহল৷